সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আইপিএলে ভালো শুরু করেও ধারাবাহিকতার সমস্যায় ভুগেছে লখনউ সুপার জায়ান্টস। সপ্তম স্থানে শেষ করেছিল তারা। এলএসজি’র মেন্টর হিসেবে ছিলেন জাহির খান। তা সত্ত্বেও লখনউ জিতেছিল মাত্র ৬ ম্যাচ। এই পরিস্থিতিতে জাহিরের প্রতি মোহভঙ্গ হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির। জানা গিয়েছে, জাহিরের সঙ্গে লখনউয়ের বিচ্ছেদ সময়ের অপেক্ষা মাত্র।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জাহিরের সঙ্গে এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে লখনউয়ের। জানা গিয়েছে, এলএসজি কর্তৃপক্ষ তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াতে চাইছে না। এই পরিস্থিতিতে দল এমন একজন নতুন কোচ খুঁজছে, যাঁর ক্ষমতা আরও বিস্তৃত হবে। এলএসজি ছাড়াও তাঁকে দক্ষিণ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টস এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার অরিজিনালসেরও দেখভালও করতে হবে।
তবে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি এখন ইংল্যান্ডে দ্য হান্ড্রেড নিয়ে ব্যস্ত রয়েছেন। প্রতিযোগিতায় খেলছে তাঁর দল। গোয়েঙ্কা দেশে ফিরলে জাহিরকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। লখনউ ইতিমধ্যেই বোলিং ভরত অরুণকে কোচ হিসেবে নিয়ে এসেছে। তাই লখনউয়ের সঙ্গে আর যুক্ত থাকতে চাইছেন না জাহির।
আইপিএল চলাকালীন লখনউ শিবিরে নানান সমস্যার কথা উঠে এসেছিল। এমনকী দলের অন্দরে অশান্তির খবরও প্রকাশ্যে আসে। ঋষভ পন্থের ব্যাটিং পজিশন নিয়েও জাহির খানের মতবিরোধ হয় বলেও শোনা যায়। এখানেই শেষ নয়, হেডকোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গেও নাকি দূরত্ব তৈরি হয়েছিল জাহিরের। এমন পরিস্থিতিতে জাহিরকে বরখাস্ত করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আসলে গত দু’টো মরশুমে এলএসজি প্লে-অফে যেতে পারেনি। তাই আগামী মরশুমের আগে তাদের কোচিং প্যানেলে বদল আসতে পারে। জাহিরের কাছে যে প্রত্যাশা ছিল, তা পূরণে তিনি ব্যর্থ। সেই কারণে এলএসজি মেন্টরের চাকরি খোয়াতে হতে পারে তাঁকে।