একটানা অভিষেকের নামজপ শুভেন্দুর, ‘পরিত্রাণ পেতে’, কটাক্ষ তৃণমূল সাংসদের

একটানা অভিষেকের নামজপ শুভেন্দুর, ‘পরিত্রাণ পেতে’, কটাক্ষ তৃণমূল সাংসদের

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক, অভিষেক, অভিষেক। সাংবাদিক বৈঠকে মাইক্রোফোন হাতে বারবার তৃণমূল সাংসদের নামজপ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে সোশাল মিডিয়ায় উঠেছে হাসির রোল। খোঁচা দিতে ছাড়লেন না খোদ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। শুভেন্দুকে জোর কটাক্ষ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যেরও।

অভিষেক বন্দ্যোপাধ্যায় X হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। তাতেই দেখা যাচ্ছে সাংবাদিক বৈঠক করতে বসে একটানা অভিষেকের নামজপ করে চলেছেন শুভেন্দু। ওই ভিডিও শেয়ার করে অভিষেক লেখেন, “কলিযুগে ভগবানের নামজপ করা হয়। কিন্তু বিজেপি নেতা বিশ্বাস করেন আমার নামজপ হয়তো তাঁকে পরিত্রাণের সুযোগ দেবে কিংবা কয়েকটি আসন বাড়ানো যাবে। তবে এটা কখনই বাংলায় হবে না।”



সোশাল মিডিয়ায় ওই একই ভিডিও শেয়ার করে শুভেন্দুকে খোঁচা দিয়েছেন দেবাংশুও। তিনি লেখেন, “তার যদি কেটে যায়, নেমে আসে চাপ; গুরু নাম জপ করো, কমে যদি পাপ!”

উল্লেখ্য, একসময়ে তৃণমূলেই ছিলেন শুভেন্দু। তবে দলবদলের পর থেকে একাধিকবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে। বহুক্ষেত্রেই দেখা গিয়েছে, শালীনতার মাত্রা লঙ্ঘন করে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। এবার যা করলেন তা নিয়ে সোশাল মিডিয়ায় হাসির খোরাক শুভেন্দু। অনেকেই বলছেন, একে তো ঘরোয়া কোন্দল। তার উপর আবার বঙ্গ বিজেপিতে দক্ষ সংগঠকের অভাব। তার ফলে একের পর এক নির্বাচনে ভালো ফল করতে পারেনি গেরুয়া শিবির। সেই হতাশায় সম্ভবত বিরোধী দলনেতার এমন অসংলগ্ন আচরণ। যদিও গেরুয়া শিবিরের তরফে এই বিষয়ে তেমন কোনও প্রতিক্রিয়া  পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *