একজোট শাসক-বিরোধী, নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির অপসারণের প্রস্তাবে সই দু’শোর বেশি সাংসদের

একজোট শাসক-বিরোধী, নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির অপসারণের প্রস্তাবে সই দু’শোর বেশি সাংসদের

রাজ্য/STATE
Spread the love


সোমনাথ রায়, নয়াদিল্লি: রাহুল গান্ধী থেকে অনুরাগ ঠাকুর। ডিকে সুরেশ থেকে রবিশংকর প্রসাদ। সুপ্রিয়া সুলে থেকে রাজীব প্রতাপ রুডি। নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতির ইমপিচমেন্টের প্রস্তাবে একজোট শাসক ও বিরোধী শিবির। ওই বিচারপতির অপসারণ চেয়ে স্পিকারের কাছে প্রস্তাব জমা দিলেন দু’শোর বেশি সাংসদ।

বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিচারপতি বর্মার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেয়েছে ওই তদন্ত কমিটি। সেই প্রমাণের ভিত্তিতেই ওই তদন্ত কমিটি বিচারপতির অপসারণের সুপারিশ করেছে। তারপর সংবিধানের ১২৪, ২১৭ এবং ২১৮ ধারায় এলাহাবাদ হাই কোর্টের ওই বিচারপতির অপসারণ চেয়ে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছে কেন্দ্র। মোদি সরকার এই প্রস্তাবে সমর্থন চেয়ে আগেই বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেছিল। বিরোধীরাও তাতে সম্মত হন। সেই মতো এদিন লোকসভার ১৪৫ এবং এবং রাজ্যসভার ৬৩ জন সাংসদ ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন। আসলে বিচারপতি বর্মার অপসারণ চেয়ে বেশ কিছুদিন ধরেই সচেষ্ট কেন্দ্র। এমনিতেই কলেজিয়াম সিস্টেম নিয়ে দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলে আসছে কেন্দ্র। সুযোগ বুঝে কলেজিয়াম সিস্টেমের ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার।

সূত্রের খবর, রাজ্যসভা বা লোকসভা কোনও কক্ষেই যাতে ইমপিচমেন্ট প্রস্তাবে ভোটাভুটির প্রয়োজন না পড়ে, সেটা নিশ্চিত করার জন্যই বিরোধীদের সাহায্য প্রার্থনা করছে সরকার। শোনা যাচ্ছে, রাজ্যসভা এবং লোকসভার সদস্য রয়েছে এমন সব দলের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্র। ইমপিচমেন্ট প্রস্তাবে দু’শোর বেশি সাংসদের সই সেটারই প্রমাণ দেয়। মনে করা হচ্ছে, সংসদের কোনও কক্ষেই ওই অপসারণ প্রস্তাব পাশ হতে অসুবিধা হবে না।

তাৎপর্যপূর্ণভাবে স্বাধীন ভারতে এর আগে কোনও হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচ করা হয়নি। তবে এর আগে জনা পাঁচেক বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তাঁরা কেউই অপসারিত হননি। বিচারপতি বর্মা অপসারিত হলে তিনিই প্রথম বিচারপতি হিসাবে ইমপিচমেন্টের শিকার হবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *