একক্লিকে একসঙ্গেই এবার বদলে ফেলতে পারবেন ফেসবুক-হোয়াটসঅ্যাপের DP! জানেন কীভাবে?

একক্লিকে একসঙ্গেই এবার বদলে ফেলতে পারবেন ফেসবুক-হোয়াটসঅ্যাপের DP! জানেন কীভাবে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিনিয়তই নতুন নতুন ফিচার নিয়ে পরীক্ষানীরিক্ষা করতে থাকে জুকারবার্গের হোয়াটসঅ্য়াপ। ফলত অবিরত বদলাতে থাকে এই অ্যাপ ব্যবহারের এক্সপিরিয়েন্স। এবার আরও এক নয়া ফিচার নিয়ে হাজির হল এই মেসেজিং অ্যাপ। ব্যাপারটা কী?

সোশাল মিডিয়া এখন প্রত্য়েকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই প্রোফাইলকে আকর্ষণীয় করার চেষ্টা করেন সকলেই। ডিসপ্লে পিকচার (ডিপি) নিয়ে কোনটা রাখবেন, তা নিয়ে চিন্তাভাবনার অন্ত থাকে না। অনেকে আবার একই ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ডিপি-তে একই ছবি রাখেন। বা অনেকে আবার বহু ফেসবুকের পুরনো ছবি প্রোফাইল ছবি করেন। সেক্ষেত্রে একই ছবি যদি হোয়াটসঅ্যাপের ডিপি করতে চান, তাহলে আগে ছবি ডাউনলোড করে তা করতে হয়। যা জটিল না হলেও খানিকটা সময়সাপেক্ষ তো বটেই। এই সমস্যা এবার সমাধানের পথে। এবার একইসঙ্গে একইছবি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ডিপি করতে পারবেন এক ক্লিকেই।

সংস্থাসূত্রে খবর, ইতিমধ্য়েই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই ফিচার। প্রসঙ্গত, সম্প্রতি গ্রুপ চ্যাট ফিচারে বদল এনেছে হোয়াটসঅ্য়াপ। এর সাহায্যে ইউজাররা কোনও গ্রুপে না ঢুকেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে। আপাত ভাবে এই আপডেট খুব সামান্য বলে মনে হলেও এর প্রভাব সুদূরপ্রসারী হবে ইউজারদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায়, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *