সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের বিভিন্ন পর্যায় মানুষকে এক একটি চরিত্রে অভিনয় করতে হয়। যদিও রূপ একই থাকে। বয়সের ছাপে কিছুটা পরিবর্তন আসে। কিন্তু একই অঙ্গে অনেক রূপ কি কখনও দেখেছেন? একমাত্র বহুরূপীদের ক্ষেত্রেই সম্ভব। জন্মদিনে এমনই লুকে এসে সবাইকে চমকে দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
একাধিক পরিচয় তাঁর। অভিনেতা, প্রযোজক আবার চন্ডীপুরের বিধায়কও তিনি। উইকিপিডিয়ার হিসেব মেনে পূর্ণ করলেন ৪১ বছর। এ দিনই একাধিক লুকে দর্শকের সামনে এসে রীতিমতো সবাইকে চমকে দিলেন নায়ক। প্রকাশ্য়ে এল অভিনেতার নতুন ছবির পোস্টার। যে পোস্টারে নায়ক ধরা দিলেন বিভিন্ন লুকে।
যে ছবি দেখে বোঝা যাচ্ছে ছবিতে নানা চরিত্রে দেখবেন দর্শক। ছবি পোস্ট করে সোহম লেখেন,”এমন কাজ জীবনে প্রথমবার করলাম। একই ছবিতে সাতটা চরিত্র। আমার নতুন ছবি ‘বহুরূপ’ আসতে চলেছে।” নায়কের নতুন পোস্টার দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। যদিও জন্মদিনটা ছিমছাম ভাবে কাটাতেই পছন্দ করেন নায়ক।
যদিও এ দিন মায়ের হাতের পায়েস মাস্ট। স্ত্রী তনয়াও আদর করে পঞ্চব্যঞ্জন রান্না করেন স্বামীর জন্য। প্রেম-বিয়ে মিলিয়ে মোট ১৮ বছরের সম্পর্ক সোহম ও তনয়ার। সোহম মনে করেন, মান-অভিমান, রাগ-দুষ্টুমি – এতেই সম্পর্ক পরিণত হয়।