দেবাশিস কর্মকার: গত সপ্তাহে টানা তিন দিন পজিটিভ মোমেন্টাম ছিল দেশের শেয়ার বাজারে। যার ফলে খুচরো লগ্নিকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পড়েছে। তবে লেনদেনের শেষদিন ফের পতনে বোঝা যাচ্ছে বাজারের অস্থিরতাটা শীঘ্রই কাঁটার মতো অবস্থায় নেই। এরমধ্যেই অবশ্য চলতি সপ্তাহে বাজারে আসছে চারটি সংস্থার ইনিশিয়াল পাব্লিক অফারিং (IPO) । তার মধ্যে তিনটি সংস্থা রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সেগমেন্টের। একটি রয়েছে মেনবোর্ড সেগমেন্টের। এই নতুন ইস্যুগুলি ছাড়াও চলতি সপ্তাহে সাতটি সংস্থা বাজারে তালিকাভুক্ত হচ্ছে।
২২ জানুয়ারি থেকে Denta Water and Infra Options IPO -এর সাবস্ক্রিপশন শুরু হবে। ২৪ জানুয়ারি পর্যন্ত IPO খোলা থাকবে। বিনিয়োগকারীদের ন্যূনতম ৫০টি ইকুইটি শেয়ারের জন্য বিড করতে হবে। অর্থাৎ আইপিও-র বিডিংয়ের জন্য একটি লটে থাকবে ৫০টি শেয়ার। এই সংস্থার আইপিও-র প্রাইস ব্যান্ড ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। প্রতি শেয়ারের দাম থাকবে ২৭৯ থেকে ২৯৪ টাকা। নতুন ইকুইটি ইস্যুর পরিমাণ প্রায় ৭৫০০০০০টি শেয়ার। নতুন ইস্যু থেকে সংগ্রহ করা ১৫০ কোটি টাকা সংস্থা কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা পূরণের জন্য ব্যবহার করবে। পাশাপাশি কর্পোরেট অপারেশনের জন্য ওই অর্থের একাংশ ব্যবহার করা হবে।
সংস্থার প্রোফাইল থেকে জানা যাচ্ছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি ওয়াটার ইঞ্জিনিয়ারিং, প্রক্রিয়াকরণ এবং কনস্ট্রাকশন (EPC) পরিষেবার সেগমেন্টে বর্তমানে শীর্ষে। পুনর্ব্যবহারযোগ্য জলের মাধ্যমে ভূগর্ভস্থ জলের রিচার্জিং-সহ পরিকাঠামো তৈরির ক্ষেত্রে দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে। সংস্থার কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে বাইরাপুরা অ্যান্ড হিরেমাগালুর এলআইএস প্রোজেক্ট, কারাগাদা এলআইএস প্রোজেক্ট।
পাশাপাশি, এসএমই সেগমেন্টে তিনটি সংস্থার আইপিও বাজারে। Capital Numbers Infotech নামে একটি সংস্থার আইপিও ২০ জানুয়ারি বাডারে ছাড়া হচ্ছে। কোম্পানির আইপিও-র শেয়ারের দাম রয়েছে ২৫০ থেকে ২৬৩ টাকা। অন্যদিকে, Rexpro Enterprises -এর পাবলিক অফারের বিডিং শুরু হবে ২২ জানুয়ারি। এ ছাড়া GB Logistics -এর আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।