‘এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি নয়’, ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঘোষণা বিসিসিআইয়ের

‘এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি নয়’, ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঘোষণা বিসিসিআইয়ের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ড্রিম ১১-র সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সইকিয়া বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে তিনি জানান যে, ভবিষ্যতে এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি করবেন না বোর্ড। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাশ হওয়া ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’-এর সুবাদে বন্ধ হতে পারে ড্রিম ১১, মাই ১১ সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি।

বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া এএনআই’কে বলেন, “অনলাইন গেমিং বিলের পর বিসিসিআই ও ড্রিম ১১ নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি করবে না।” তিনি আরও জানান, “নতুন নিয়ম অনুসারে, ড্রিম ১১ বা এই ধরনের গেমিং সংস্থার সঙ্গে বিসিসিআই আর যোগাযোগ রাখতে পারে না। আমাদের এবার বিকল্প খুঁজতে হবে।”

দিনকয়েক পরে এশিয়া কাপ খেলতে নামবে ভারত। কিন্তু সম্ভবত সেখানে সূর্যকুমার যাদবদের জার্সিতে থাকবে না কোনও স্পনসরের নাম। সইকিয়া বলছেন, “আমরা এখনও কিছু ঠিক করিনি। ড্রিম ১১ সরে যাওয়ায় আমাদের এখন কোনও স্পনসর নেই। আমাদের হাতে এখনও ১৫-২০ দিন আছে। আশা করি, কিছু একটা বিকল্প পাওয়া যাবে।” ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। অন্যদিকে মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *