উৎসবের যুবভারতী মাতাল মোহনবাগান, লিগের শেষ ম্যাচেও জয় মনবীরদের

উৎসবের যুবভারতী মাতাল মোহনবাগান, লিগের শেষ ম্যাচেও জয় মনবীরদের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


মোহনবাগান: ২ (স্টুয়ার্ট, থাংজাম- আত্মঘাতী)
এফসি গোয়া: ০ 
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে। নিশ্চিত সুপার সিক্সও। তাই শনিবারের ম্যাচে নামার আগেই উৎসবে মেতে উঠেছিলেন মোহনবাগান সমর্থকরা। দেশের নানা প্রান্ত থেকে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন, প্রিয় দলের জয় দেখতে। ভিড়ে ঠাসা যুবভারতীকে হতাশ করলেন না মনবীর সিংরা। লিগের শেষ ম্যাচেও এফসি গোয়াকে হারাল মোহনবাগান। প্রথম ক্লাব হিসাবে ভারতের সেরা লিগে ১০০০ পয়েন্ট পাওয়ার নজিরও গড়ে ফেললেন গ্রেগ স্টুয়ার্টরা। 

ওড়িশা ম্যাচে লিগ-শিল্ড নিশ্চিত হতেই গ্যালারি থেকে দর্শকদের আনা কৃত্রিম শিল্ড নিয়ে যুবভারতীতে উৎসব পালন করেন দিমিত্রি-ম্যাকলারেনরা। কিন্তু শনিবার ম্যাচের পর ফুটবলারদের হাতে উঠবে আইএসএলের সত্যিকারের শিল্ড। টানা দ্বিতীয়বার শিল্ডের রং হবে সবুজ-মেরুন। তাই ম্যাচের আগে থেকেই উৎসবে মাতোয়ারা যুবভারতীর গ্যালারি। এমন আনন্দের দিনে কি ম্যাচ হারা যায়? সম্ভবত সেই কথা ভেবেই মাঠে নেমে দুরন্ত খেলল মোহনবাগান। ২-০ হারাল গোয়াকে।

কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও এদিন শুরু থেকেই দুরন্ত খেলেছে মোহনবাগান। মাত্র ৭ মিনিটের মাথায় প্রায় গোল করে ফেলেছিলেন দিমিত্রি পেত্রাতোস। গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি লিস্টন কোলাসো, স্টুয়ার্ট। প্রথমার্ধের শেষ দিকে এসে গোল করেন মনবীর। কিন্তু মাটিতে পড়ে গিয়ে হাত দিয়ে বল ঠেলে দিয়েছিলেন পেত্রাতোস। তাই মনবীরের গোল বাতিল হয়। তাই মনবীরের গোল বাতিল হয়। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ০-০। 

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ক্ষমার অযোগ্য ভুল করলেন এফসি গোয়ার গোলকিপার। তেকাঠি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। ডিফেন্ডার বরিস সিংয়ের আলতো শট সোজা ঢুকে যায় গোলে। দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি গোয়া। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৯০ মিনিটে গোল আসে স্টুয়ার্টের বুট থেকে। ওখানেই সবুজ-মেরুনের জয় নিশ্চিত। প্রথম ক্লাব হিসাবে ভারতের সেরা লিগে ১০০০ পয়েন্ট পাওয়ার নজির গড়ে ফেলল মোহনবাগান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *