অর্ণব দাস, বারাকপুর: পঞ্চমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা শ্যামনগর স্টেশনে। ট্রেনের ধাক্কায় মৃত্যু শিশু-সহ ৩জনের। সঠিক সময়ে লেভেল ক্রসিংয়ের গেট খুলে না দেওয়ায় অ্যাম্বুল্যান্স ঢুকতে পারেনি। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলা শিশু সন্তানকে নিয়ে লাইন পারপার হচ্ছিলেন। সেই সময় তাঁর কোল থেকে তিন নম্বর রেললাইনে পড়ে যায় শিশুটি। সন্তানকে তুলতে যান তিনি। সেই সময় সেই সময় তিন নম্বর রেল লাইনে আসছিল গৌড় এক্সপ্রেস। তা দেখে মা ও শিশুকে বাঁচাতে যান স্টেশনের এক ফল বিক্রেতা। গৌড় এক্সপ্রেস ধাক্কা দেয় তিনজনকেই। লাইনের ধারেই ছিটকে পড়েন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও সঠিক সময়ে লেভেল ক্রসিং গেট খোলেননি গেটম্যান। যার ফলে অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। তিনজনকেই কোলে করে কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়। তারপর হাসপাতাল। তবে কাউকেই বাঁচানো যায়নি। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দীর্ঘক্ষণ শ্যামনগর রেল স্টেশন অবরোধ করেন।
স্থানীয়দের অভিযোগ, একবার লেভেল ক্রসিং গেট বন্ধ হলে তা দীর্ঘক্ষণ খোলে না। দুই পাড়ে বহু মানুষকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সেই কারণেই অধৈর্য হয়ে অনেকে লাইন পার হতে যান। বারবার অভিযোগ জানালেও রেল কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পরে পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে।