উলটে পড়া ট্যাঙ্কার থেকে তেল লুটই কাল, বিস্ফোরণে মৃত অন্তত ৭০

উলটে পড়া ট্যাঙ্কার থেকে তেল লুটই কাল, বিস্ফোরণে মৃত অন্তত ৭০

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উলটে পড়া তেলের ট্যাঙ্কার ভয়াবহ বিস্ফোরণ। ফের তেল লুট করতে গিয়ে মৃত্যু হল অন্তত ৭০ জনের। জখম আরও অন্তত ৫৬ জন। পুড়ে খাক ১৫টি দোকান। শনিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার নাইজার রাজ্যের রাস্তায়।

উত্তর নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে উত্তরাঞ্চলীয় শহর কাদুনার মধ্যে সংযোগকারী সড়ক ডিক্কো এলাকায় উলটে যায় তেলভর্তি ট্যাঙ্কারটি। তাতে প্রায় ৬০ হাজার লিটার পেট্রল ছিল। উলটে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় তেল লুটের জন্য হুড়োহুড়ি। এর মাঝেই ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় অন্তত ৭০ জনের। জখম আরও বহু।

দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে নাইজেরিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রক। তারা জানিয়েছে, ইতিমধ্য়ে ৭০টি ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। তাদের সকলের মৃত্যু হয়েছে। আহত ৫৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুড়ে খাক অন্তত ১৫টি দোকান। গত অক্টোবরেও একই ধরনের দুর্ঘটনা ঘটে পশ্চিম আফ্রিকার দেশটিতে। একটি হাইওয়েতে উলটে যায় পেট্রল বোঝাই ট্যাঙ্কার। রাস্তায় তেল পড়ে আছে জানতে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। কিন্তু জ্বালানি লুট করার সময়েই ভয়াবহ বিস্ফোরণ ঘটে ট্যাঙ্কারটিতে। মৃত্যু হয় কমপক্ষে ১০৫ জনের। এবারও সেই তেল লুট করতে গিয়েই প্রাণ গেল ৭০ জনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *