‘উত্তর ভারতে একজন মহিলা দশজন পুরুষকে বিয়ে করেন’, ডিএমকে নেতার মন্তব্যে বিতর্ক

‘উত্তর ভারতে একজন মহিলা দশজন পুরুষকে বিয়ে করেন’, ডিএমকে নেতার মন্তব্যে বিতর্ক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-দক্ষিণ সংঘাত ক্রমেই বাড়ছে। এবার তামিলনাড়ুর ডিএমকে নেতা তথা মন্ত্রীর মন্তব্যে নতুন করে বিতর্ক ঘনাল। এক জনসভায় তাঁকে দাবি করতে দেখা গিয়েছে, উত্তর ভারতীয়দের মধ্যে বহুবিবাহ চালু রয়েছে। একজন মহিলা নাকি দশজন পুরুষকে বিয়ে করতে পারেন। স্বাভাবিক ভাবেই এমন মন্তব্যকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে।

দুরাই মুরুগান নামের ওই ডিএমকে নেতা এক জনসভায় বলেন, ”আমাদের সংস্কৃতিতে একজন পুরুষ এক মহিলাকেই বিয়ে করেন। কিন্তু উত্তর ভারতে একজন মহিলা পাঁচ বা দশজন পুরুষকেও বিয়ে করতে পারেন। আবার পাঁচজন পুরুষ একজন মহিলাকেও বিয়ে করেন। এটাই ওঁদের সংস্কৃতি। একজন গেলে অন্যজন আসবে।” তিনি উল্লেখ না করলেও এটা স্পষ্ট যে, তিমি মহাভারতে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিয়ের প্রসঙ্গ তুলেই খোঁচা দিয়েছেন।
এরই পাশাপাশি উত্তর ভারতীয়দের তোপ দেগে তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, ”কংগ্রেস এবং কেন্দ্রে যারাই ক্ষমতায় থেকেছে, তারা আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে বলেছিল। আমরা তা করেছিলামও। এবং এখন জনসংখ্যা কমেছে। কিন্তু উত্তর ভারতে জনসংখ্যা কমেনি। ওঁরা ১৭, ১৮, ১৯ সন্তানের জন্ম দিয়েছেন। ওঁদের আর কোনও কাজ নেই।”

সেই সঙ্গেই তিনি আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও। ধর্মেন্দ্র তিন ভাষাশিক্ষার বিষয়ে তামিলনাড়ু সরকারকে ‘অসৎ’ বলে তোপ দেগেছিলেন। এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুরুগান বলেছেন, ”নিজেরা দুর্গন্ধময় সংস্কৃতি থেকে এসে আমাদের অসভ্য বলছেন। আমরা আপনার জিভ কেটে দেব। সাবধান হোন।” তাঁর এই ধরনের মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যা ভাষা বিতর্ককে কেন্দ্র করে উত্তর-দক্ষিণ তরজাকে নতুন মাত্রা দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *