উত্তরে বৃষ্টি, দক্ষিণে তীব্র গরম! পুজোর আগে ‘খামখেয়ালি’ আবহাওয়া

উত্তরে বৃষ্টি, দক্ষিণে তীব্র গরম! পুজোর আগে ‘খামখেয়ালি’ আবহাওয়া

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নিরুফা খাতুন: শরতের আকাশে মেঘ-রোদের খেলা নয়, সূর্যের চোখরাঙানিতে গ্রীষ্মকালের ছায়া যেন। শারদ আমেজের মাঝে মর্জিমাফিক ‘খেলা’ দেখাচ্ছে আবহাওয়া! উত্তরবঙ্গে ভারী বৃষ্টি তো দক্ষিণবঙ্গে তীব্র গরম, অস্বস্তি। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে রোদের ঝলকানি, দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে স্থানীয় মেঘ সঞ্চার হওয়ায় বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমে যাবে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে গরমের অনুভূতি তীব্র হবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি গভীর একটি নিম্নচাপ পাকিস্তানের দিকে এগোচ্ছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং কচ্ছ এলাকায় এর অবস্থান। পশ্চিম দিকে এগিয়ে আগামী ১২ ঘন্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হবে। এছাড়া মৌসুমী অক্ষরেখা ফের বাংলায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা কচ্ছ ও দক্ষিণ-পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উদয়পুর শিবপুরী সিদ্ধি রাঁচি এবং দিঘা হয়ে পূর্বদিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গে তীব্র গরম ও অস্বস্তি। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে কমবে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের আট জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ঝোড়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

কলকাতায় আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, নইলে ঘর্মাক্ত আবহাওয়া জারি থাকবে। শনিবার ও রবিবার বৃষ্টি কমতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৮৯ শতাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *