উত্তরবঙ্গ মেডিক্যালে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুর! হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ মেডিক্যালে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুর! হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: অমানবিক ছবি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের করিড়রে পড়ে থাকা ভবঘুরের দেহ খুবলে খেল  কুকুর! বৃহস্পতিবার সকালে হাসপাতালের অনকোলজি বিভাগের সামনের করিডরের সামনে এমন ছবি প্রকাশ্যে আসে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।

এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই হাসপাতালের কর্মীরা দেহটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। এমন ঘটনা নিয়ে হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক জানান, যাঁর দেহাংশ কুকুরে খুবলে খেয়েছে তিনি হাসপাতালে ভর্তি হননি। তিনি একজন ভবঘুরে। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সুপার এমন কথা বললেও, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের মধ্যে ভবঘুরে কীভাবে ঢুকে পড়ল সেই নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি হাসপাতাল চত্বরের মধ্যে কুকুরের উৎপাত নিয়েও প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনদের একাংশ।

হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে করিডরে এসে শুয়েছিলেন ওই ভবঘুরে। সেখানেই কোনওভাবে তাঁর মৃত্যু হয়। এরপরই কুকুরে তাঁর একটি পা খুবলে খায়। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি নজরে আসে। এরপরই হাসপাতালের কর্মীরা এসে দেহটি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। এর আগেও উত্তরবঙ্গ মেডিক্যালে কুকুরের উৎপাতের একাধিক ঘটনা সামনে এসেছে। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন রোগীর পরিজনরা। এবিষয়ে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *