‘ঈশ্বরের কৃপায় আরও ৪০ বছর বাঁচব’, উত্তরসূরি নিয়ে জল্পনার মাঝেই বার্তা ‘নবতিপর’ দলাই লামার

‘ঈশ্বরের কৃপায় আরও ৪০ বছর বাঁচব’, উত্তরসূরি নিয়ে জল্পনার মাঝেই বার্তা ‘নবতিপর’ দলাই লামার

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক টানাপোড়েন শুরু হয়েছে ভারত ও চিনের মধ্যে। নিজের ৯০ তম জন্মদিনের আগে উত্তরসূরি নিয়ে ডামাডোলের মাঝেই ভবিষ্যদ্বাণী দলাই লামার। জানালেন, আরও অন্তত ৩০-৪০ বছর বহাল তবিয়তে বেঁচে থাকবেন তিনি।

বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা তেনজিং গ্যাতসোর ৯০তম জন্মদিন পালিত হতে চলেছে আগামিকাল। তার আগে ম্যাকলিয়োদগঞ্জে দলাই লামা মন্দিরে তাঁর দীর্ঘায়ু কামনা করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই তিব্বতি এই ধর্মগুরু ভবিষ্যদ্বাণী করেন, তিনি স্পষ্ট ইঙ্গিত পেয়েছেন তাঁর উপর আভালোকিতেশ্বরের আশীর্বাদ রয়েছে। দলাই লামা বলেন, “একাধিক ভবিষ্যদ্বাণী দেখে আমার মনে হচ্ছে আভালোকিতেশ্বরের আশীর্বাদ পেয়েছি। এখনও পর্যন্ত আমার পক্ষে যা যা করা সম্ভব সবটাই করেছি। আপনাদের প্রার্থনা বিফল হয়নি। আম আশা করছি, আরও ৩০-৪০ বছর ঈশ্বরের আশীর্বাদে আমি বেঁচে থাকতে পারব।” একইসঙ্গে কিছুটা আক্ষেপের সুরে তিনি আরও বলেন, “আমি দেশ হারিয়েছি। ভারতে এসে আমাদের আশ্রয় নিতে হয়েছে। এখানে আমি মানুষের যথাসম্ভব উপকার করেছি। ধর্মশালায় যাঁরা থাকেন তাঁদের ভালোর জন্য সর্বদা চেষ্টা করেছি। যতদিন পারব মানুষের উপকার করার চেষ্টা করব।”

দলাই লামার উত্তরসূরি বাছা নিয়ে বিতর্ক চলছেই। প্রয়াণের পরে তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে বুধবারই মুখ খুলেছিলেন তিব্বতি ধর্মগুরু। বিতর্কের সূত্রপাত তখন থেকেই। তাঁকে হুঁশিয়ারি দিয়ে চিন জানিয়েছিল পঞ্চদশ দলাই লামার মনোনয়নের জন্য তাদের অনুমোদন লাগবে। পালটা দলাই লামা জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি কে হবে সেটা নির্ধারিত করবে ট্রাস্ট। চিনের দাবির জবাবে তাঁকে বলতে শোনা যায়, ”পরবর্তী দলাই লামার মনোনয়নের দায়িত্ব গাহদেন ফোড্রাং ট্রাস্টের হাতে। এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।” বৃহস্পতিবার সেই কথারই অনুরণন দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যে। তাঁকে বলতে শোনা যায়, ”যাঁরা দলাই লামার অনুসারী তাঁরা সকলেই জানেন, নির্ধারিত সংগঠনই তাঁর উত্তরসূরি বাছবেন। তিনি এবং সেই ট্রাস্ট ছাড়া অন্য আর কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।”

এর পালটা চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং সাংবাদিক সম্মেলনে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর কথায়, ”শব্দ ব্যবহার ও প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ভারতের। চিনের অভ্যন্তরণী বিষয়ে নাক গলালে তার প্রভাব ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়বে।” প্রত্যুত্তরে কিরেন রিজিজু বলেন, ”দলাই লামা ইস্যুতে কোনও সংশয়ের জায়গাই নেই। সারা পৃথিবীর মানুষ যাঁরা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন এবং দলাই লামাকে অনুসরণ করেন তাঁরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমার কিংবা সরকারের এই নিয়ে কিছু বলার কোনও দরকারই নেই। কে হবনে পরবর্তী দলাই লামা তা উনি নিজেই বাছবেন।” এরই পাশাপাশি চিনের মন্তব্য নিয়ে রিজিজুর প্রতিক্রিয়া, ”আমি চিনের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া জানাতে চাই না। আমি যা বলছি তা ভক্ত হিসেবে। আমার দলাই লামার প্রতি বিশ্বাস রয়েছে। যাঁরা ওঁকে অনুসরণ করেন তাঁরা চান উনিই নিজের উত্তরসূরি বেছে নিন।” এই ডামাডোলের মাঝেই এবার জন্মদিনের প্রাক্কালে ভবিষ্যদ্বাণী করলেন দলাই লামা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *