স্টাফ রিপোর্টার: ফুটবলারদের নিরাপত্তাকে সামনে রেখে ইরানে ম্যাচ খেলতে যায়নি মোহনবাগান। সেপাহান এসসি’র বিরুদ্ধে ম্যাচের আগে হাজির না হওয়ায় জেসন কামিংস, জেমি ম্যাকলারেনদের নিয়ে সিদ্ধান্ত নিল এএফসি। এবারের এসিএল-২ থেকে মোহনবাগান নাম তুলে নিয়েছে বলেই ধরছে এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা।
এএফসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গ্রুপ সি’তে সেপাহানের বিরুদ্ধে ম্যাচের আগে ইরানের ইস্ফাহানে মোহনবাগান না পৌঁছনোয় ধরে নেওয়া হচ্ছে, তারা সরে দাঁড়িয়েছে।’ তাদের আইনের একাধিক ধারা তুলে জানানো হয়েছে মোহনবাগানের পূর্ববর্তী ম্যাচটিও বাতিল করা হয়েছে। আহালের বিরুদ্ধে ঘরের মাঠে সেই ম্যাচে মোহনবাগান হেরে গিয়েছিল।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]