সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগে হাউথি নিয়ন্ত্রিত ইয়েমেনের হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনা। ফের ইয়েমেনে মারণ হামলা চালাল ইজরায়েল। এই বিমান হামলায় নিহত হলেন আহমেদ আল রাহাবি, যিনি হাউথি নিয়ন্ত্রিত সানা এলাকার প্রধানমন্ত্রী। রাহাবির মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী।
এক বিবৃতিতে হাউথির তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার বিমান হামলায় আল-রাহাবির নিহত হয়েছেন। ওই হামলায় রাহাবির সঙ্গী একাধিক মন্ত্রীরও মৃত্যু হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর তরফে উল্লেখ করা হয়েছে, গত এক বছরে সরকারের কর্মদক্ষতা পর্যালোচনায় একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী রাহাবি এবং অন্য মন্ত্রীরা। তখনই বিমান থেকে বোমাবর্ষণ শুরু হয়। তাতেই মৃত্যু হয়েছে রাহাবি এবং তাঁর সঙ্গীদের। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাস থেকে সানায় হাউথি সরকারের প্রধানমন্ত্রীর পদে ছিলেন আহমেদ আল রাহাবি।
গত ১৭ আগস্ট রবিবার ভোরে হাউথি নিয়ন্ত্রিত হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইজরায়েল। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্র। ইজরায়েলি সেনা এক বিবৃতিতে জানায়, তাদের উপর হাউথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে।
প্রসঙ্গত, ৬ মে, ২০২৫ সালে আমেরিকা ও হাউথিদের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। যুযুধান দুপক্ষই হামলা বন্ধ করার কথা ঘোষণা করে। তবে হাউথিরা সাফ জানায়, ইজরায়েলের ক্ষেত্রে এই চুক্তি লাগু হবে না। অর্থাৎ লোহিত সাগরে তেল আভিভের জাহাজগুলি ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির নিশানায় থাকবে।