‘ইমন চক্রবর্তীকে মারধর! বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে?’ ভুয়ো খবরে বেজায় বিরক্ত গায়িকা

‘ইমন চক্রবর্তীকে মারধর! বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে?’ ভুয়ো খবরে বেজায় বিরক্ত গায়িকা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ইমন চক্রবর্তীকে নাকি মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে?…’, এমন রটনায় শুক্রবার থেকেই তোলপাড় নেটপাড়া! স্বাভাবিকভাবেই গায়িকাকে নিয়ে উদ্বিগ্ন অনুরাগীমহল। অনেক কাছের মানুষ ফোন করে খবরও নিয়েছেন। তবে পরিস্থিতি আরও সঙ্গীন হয়, যখন ইমনের বাবার কানেও এহেন রটনা পৌঁছে যায়। ফোন করে তিনিও মেয়ের কাছে বিষয়টা জানতে চেয়েছেন! ঘটনার জেরে ইমন চক্রবর্তী এতটাই বিরক্ত যে শেষমেশ ধোঁয়াশা সরিয়ে সোশাল মিডিয়ায় গর্জে উঠতে বাধ্য হন তিনি।

এক খবরের স্ক্রিনশট শেয়ার করে ইমনের মন্তব্য, ‘অনেকে আমাকে এই ছবিটি পাঠিয়েছেন। এড়িয়ে গিয়েছি। তবে আজ সকালে আমার বাবা আমাকে এটা পাঠালেন। তখন আর এড়িয়ে যেতে পারলাম না। বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলব না। কারণ ভাবনা থাকলে এইভাবে খবরটা করা হত না। যারা করেছেন, তাদের ধিক্কার জানালাম। নোংরামির সব সীমা অতিক্রম করে ফেলেছেন আপনারা। অত্যন্ত বিরক্তিকর এবং লজ্জার বিষয়। আর কত নিচে নামবে?’ কিন্তু কার বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ? জানা গেল, এহেন অনভিপ্রেত ঘটনায় ইমনের স্বামী তথা সঙ্গীতশিল্পী নীলাঞ্জন ঘোষের নামও জড়িয়েছে! অতঃপর মুখ খুলেছেন তিনিও।

Singer Iman Chakraborty slams Liluah Municipality amid rising dengue cases

সংবাদমাধ্যমের কাছে নীলাঞ্জন সাফ জানিয়েছেন, এমন ভুয়ো খবর শুনে ইমনের বাবা কষ্ট পাচ্ছেন, এর থেকে খারাপ আর কী-ই বা হতে পারে? সাধারণত এইধরনের জল্পনা, গুঞ্জনে তাঁরা খুব একটা আমল দেন না। দম্পতিতে হেসে উড়িয়ে দেন। তবে এক্ষেত্রে ‘মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া’র মতো গুরুতর অভিযোগ উঠেছে, যা কিনা তাঁদের বাড়ির গুরুজনদের কাছেও পৌঁছে গিয়েছে। ফলত মিথ্যে খবরের জেরে দুশ্চিন্তায় ভুগছেন তাঁরাও। আর সেই প্রেক্ষিতেই তিতিবিরক্ত গায়িকা ইমন চক্রবর্তী এবং তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *