নিরুফা খাতুন: চাকরির ইন্টারভিউ দিতে আসার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে তরুণী। সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনায় হেলমেট খুলে বাইক থেকে ছিটকে পড়লেন ডোমজুড়ের ওই চাকরিপ্রার্থী।জানা যাচ্ছে, ডোমজুড় থেকে ওই তরুণী সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি কেন্দ্রে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন। দ্রুত পৌঁছতে একটি অ্যাপ বাইক নেন তিনি। বাইকটি মা উড়ালপুলে ওঠার পর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। তাতে বাইকের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। হেলমেট খুলে ছিটকে পড়েন ওই তরুণী। গুরুতর জখম অবস্থায় তিনি এবং বাইক চালক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]