সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ‘রঘু ডাকাত’-এর প্রি-টিজার। নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। তখন থেকেই শুরু হয়েছে দিন গোনা। পুজোয় মুক্তি পাচ্ছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম ওপাস। আর তার আগে প্রি-টিজারে কৌতূহলের পারদ আরও চড়িয়ে দিলেন ‘রঘু’ দেব।
রঘু ডাকাতের লুক প্রকাশ্যে এনেই টলিউড সুপারস্টার জানিয়েছিলেন, ‘ইতিহাস তৈরির পথে আরও একধাপ।’ এবার ছবির প্রথম ঝলকেও যেন তারই প্রকাশ। শুরুতেই নেপথ্য কণ্ঠ জানিয়ে দেয়, ”সে অনেক যুগ আগের কথা। ইংরেজগুলা ভেবেছিল বাঙালি মরে গেছে। আগুন নিভে গেছে। প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানত না আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারীরা। বাঘ লেখে না। যদি লিখত তাহলে ইতিহাসটা কেমন হত বল দিকিনি। এবার ইতিহাস লিখবে রঘু।” পর্দায় দেখা যায় ইংরেজদের নির্যাতন, গাছে ঝুলন্ত শব, জ্বলে থাকা শস্যক্ষেত্রের মতো নানা দৃশ্য। বেশ কিছু সময় পরে দেখা যায় রঘুর সিল্যুয়েট। এরপর তিরন্দাজের বেশে পাগড়ি পরা দেব উঁকি দেন। খড়গ হাতে তাঁকে অ্যাকশন করতেও দেখা যায়। তবে একেবারে শেষে কপালে পুরু সিঁদুরের প্রলেপ লাগাতে দেখা যায় দেবকে। নিঃসন্দেহে তাঁর লুক, শরীরী ভাষা ও অ্যাকশনের এই ককটেল নেটিজেনদের মাতিয়ে দেবে।
View this put up on Instagram
ছবির পোস্টে এসভিএফের তরফে যে ক্যাপশন দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, ‘অন্যায়ের মাঝে এঁকেছিল যে ন্যায়ের মানচিত্র…’। টিজারের দৃশ্যাবলী ও এই ক্যাপশন থেকে পরিষ্কার রঘুকে এই ছবিতে ইংরেজ সংহারক রূপেই দেখা যাবে। দেব ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। খলচরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল।