ইতিহাস গড়তে অন্তরীক্ষে যাবেন শুভাংশু! কখন শুরু যাত্রা

ইতিহাস গড়তে অন্তরীক্ষে যাবেন শুভাংশু! কখন শুরু যাত্রা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ভারতের গগনযান মিশনের নভোচর হিসেবে। তবে তার আগেই ইতিহাস রচনা করবেন শুভাংশু শুক্লা। বুধবারই মহাকাশে পাড়ি দেবেন তিনি। সাতবার পিছিয়েছে তাঁর যাত্রা। কিন্তু এদিন ভারতীয় সময় বেলা বারোটা বেজে এক মিনিটে পৃথিবী ছেড়ে অন্তরীক্ষে পাড়ি দেবে অ্যাক্সিয়ম-৪। আর সেই অভিযানের শরিক হয়ে নজির গড়তে চলেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন।

গতকাল, মঙ্গলবারই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়ে দেয় বুধবারই চূড়ান্ত হয়েছে শুভাংশুদের যাত্রার দিন। তিনি ছাড়াও যানে থাকবেন আরও তিন মহাকাশচারী। যাঁদের মধ্যে রয়েছে বর্ষীয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর। তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানেই আপাতত তাঁরা থাকবেন। বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে।

স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। তারপর থেকে বারবার পিছিয়েছে অভিযানের তারিখ। প্রথমে তা পিছিয়ে ৮ জুন হয়। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। তাও পিছিয়ে যায়। এবার সমস্ত অপেক্ষার অবসান। শুভাংশুদের যান এবশেষে চূড়ান্ত কাউন্ট ডাউন শেষে উড়ে যাবে মহাকাশে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *