ইডেনে বৃষ্টিতে পরিত্যক্ত পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ, প্লে অফের লড়াই আরও কঠিন নাইটদের

ইডেনে বৃষ্টিতে পরিত্যক্ত পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ, প্লে অফের লড়াই আরও কঠিন নাইটদের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য কেকেআর’কে আজ জিততেই হত। কিন্তু ইডেনে রাহানেদের আজ পাঞ্জাব কিংস নয়, ‘হারিয়ে দিল’ বৃষ্টি। তর্কের খাতিরে কলকাতা হয়তো হারেনি। পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই শিবিরেই। কিন্তু গোটা দু-পয়েন্ট আর এক পয়েন্টের তফাত তো থাকবেই। এর ফলে প্লে অফের লড়াই আরও কঠিন হল নাইটদের। 

৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতে নাইটরা এখন পয়েন্ট টেবিলের সাত নম্বরে। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। যদিও খাতায়কলমে এখনও তারা প্লে অফে উঠতে পারে। তবে এক্ষেত্রে তাদের অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। সবার আগে নিজেদের বাকি ম্যাচগুলোয় জিততে হবে।

শনিবার সন্ধ্যায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। দারুণ শুরু করেন দুই পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। ২৭ বলে হাফসেঞ্চুরি করেন প্রিয়াংশ। ভয়ানক হয়ে ওঠা প্রিয়াংশ ৩৫ বলে ৬৯ রান করে আউট হন আন্দ্রে রাসেলের বলে।

প্রিয়াংশ আউট হতেই মারমুখী মেজাজে ফেরেন আরেক ওপেনার প্রভসিমরন। ৪৯ বলে ৮৩ রানে বৈভব অরোরার বলে আউট হয়ে যান তিনি। তিনি আউট হতে পাঞ্জাবের ইনিংস কিছুটা মন্থর হয়ে পড়েন। এই সময়টাতে নাইট বোলাররা বেশ আঁটসাঁট বোলিং করেন। তবে, শেষ পর্যন্ত ২০ ওভারে পাঞ্জাব তোলে ২০১। শ্রেয়স অপরাজিত থাকেন ২৩ রানে। কেকেআরের পক্ষে বৈভব অরোরা নেন দু’টি উইকেট। বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেলের সংগ্রহ এক উইকেট।

জবাবে কেকেআরের ইনিংস এক ওভার কাটতে না কাটতেই মুষল ধারে বৃষ্টি নামে। সঙ্গে ঝড়। নাইটদের রান তখন ১ ওভারে ৭। গোটা মাঠ ঢেকে রাখা হয় কভারে। এতটাই হাওয়া দিচ্ছিল যে, মাঠকর্মীদের কভারের উপর বসে থাকতে দেখা যায়। শেষমেশ খেলাও আর শুরু করা যায়নি। পরিস্থিতি প্রতিকূল বুঝে দুই আম্পায়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। পাঞ্জাবের কাছে অবশ্য এই ১ পয়েন্ট মহার্ঘ হয়ে উঠতে পারে। শ্রেয়সের দল এখন ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *