সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডির নজরদারিতে এবার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘মিন্ত্রা’। তাদের বিরুদ্ধে অভিযোগ বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘনের। ১৫৬৪ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেড ও সম্পর্কিত সংস্থাগুলির বিরুদ্ধে।
ইডির বেঙ্গালুরু জোনাল অফিসের তরফে একটি বিবৃতি পেশ করে এই মামলার কথা জানানো হয়েছে। অভিযোগ, মিন্ত্রা মাল্টি-ব্র্যান্ড খুচরো বাণিজ্য তথা MBRT করে ‘হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি’ তথা পাইকারি পদ্ধতিতে যেটি বিদেশি বিনিয়োগ আইনে অনুমোদিতই নয়। মামলায় অভিযুক্ত সংস্থার ডিরেক্টরদের নামও রয়েছে। উল্লেখ্য, ভারতের যে ই-কমার্স সংস্থাগুলিতে বিদেশি বিনিয়োগ হয়, সেদিকে সম্প্রতি কড়া নজর রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
বলে রাখা ভালো, মিন্ত্রার সদর দপ্তর কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। ২০০৭-০৮ সালে আশুতোষ লওয়ানিয়া এবং বিনীত সাক্সেনার সঙ্গে মুকেশ বনসল সংস্থাটিকে প্রতিষ্ঠা করেন। এরপর গত দুই দশকে মিন্ত্রা ফ্যাশন শপিং প্ল্যাটফর্ম হিসেবে ক্রমেই খ্যাতির চুড়োয় পৌঁছেছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ই-কমার্স সংস্থা বিদেশের মাটিতেও ব্যবসা পৌঁছে দিয়েছে। সিঙ্গাপুরে তাদের বাণিজ্য শুরুর কথা জানা গিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে আরও শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেদের এগিয়ে নিয়ে যেতে চাইছে মিন্ত্রা। এরই মধ্যে সেই সংস্থাকে ঘিরে বিতর্কের আবহ ঘনাল।