সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। শুক্রবারই নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন জয়শংকর।
কী কথা হল দুই রাষ্ট্রনেতার? ইরানের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগামীদিনে কীভাবে অগ্রসর হবে দুই দেশ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ইজরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ইহুদি দেশটির পাশপাশি মার্কিন আগ্রাসনের কথাও জয়শংকরকে জানিয়েছেন আরাঘাচি। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইরানের বিদেশমন্ত্রী জয়শংকরকে তেহরানের অবস্থান সম্পর্কে অবহিত করেছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ইরানের উপর আক্রমণেরও নিন্দা জানিয়েছেন আরাঘাচি। এখানেই থেমে না থকে, বিশ্বমঞ্চে ইরানের উপর এই হামলা নিয়ে আলোচনা করারও আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে, জয়শংকরও দু’দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে ভারত-ইরানের কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে তেহরানের প্রচেষ্টারও তিনি প্রশংসা করেছেন। অপারেশন সিন্ধু চলাকালীন ইরান যেভাবে নয়াদিল্লির পাশে থেকেছে, সেই বিষয়টিকেও কুর্নিশ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।
উল্লেখ্য, ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরপরই যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৭ জুন পর্যন্ত ৪ হাজার ৪১৫ জন ভারতীয় নাগরিককে ইরান থেকে উদ্ধার করা হয়েছে।
১৩ জুন ইরানে হামলা চালায় ইজরায়েল। সেই সময় থেকেই প্রত্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। একদিন পর সেই আশঙ্কা সত্যি করে ইজরায়েলে পালটা হামলা চালায় ইরান। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। মৃত্যু হয় ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার এবং দুই শীর্ষ সেনা আধিকারিকের। প্রাণ হারান ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৯ জন বিজ্ঞানীর মৃত্যু হয়ছে বলে জানিয়েছে ইরান। ইরানের প্রত্যাঘাতে বারবার কেঁপে ওঠে তেল আভিভ-সহ গোটা ইজরায়েল।
পরিস্থিতি আরও ভয়াবহ হয় ২২ জুন। ইরান-ইজরায়েলের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে আমেরিকা। ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন বায়ুসেনা। জবাবে মিসাইল ছুড়ে ইজরায়েলকে ঝাঁজরা করে দেয় তেহরান। আমেরিকাকে শিক্ষা দিতে সিরিয়া-কাতার-ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এর মধ্যেই সোমবার ভোর রাতে ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প।