সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের বিমানবন্দরে মিসাইল হামলা। যার জেরে বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। তেল আবিবের পরিবর্তে মাঝ আকাশেই বিমানের মুখ ঘরানো হল আবু ধাবির দিকে। জানা যাচ্ছে, বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে।
জানা গিয়েছে, রবিবার দিল্লি থেকে ইজরায়েলের দিকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৩৯ বোয়িং ৭৮৭ বিমানটি। ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। অবতরণের ঘণ্টাখানেক আগে খবর আসে ওই বিমানবন্দরের কাছে মিসাইল হামলা হয়েছে। এরপরই বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় আবু ধাবির দিকে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি যখন জর্ডনের আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিল ঠিক সেই সময় ঘুরিয়ে দেওয়া হয় বিমানটি। এর ফলে তেল আবিব থেকে দিল্লি আসার বিমান বাতিল করা হয়েছে। যদিও এয়ার ইন্ডিয়ার বিমান তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পেশ করা হয়নি।
এদিকে ইজরায়েলে এই মিসাইল হামলার নেপথ্যে হাউথি বিদ্রোহীদের হাত রয়েছে বলে জানা যাচ্ছে। হামলার জেরে আহত হয়েছেন ৬ জন। বেন গুরিয়ন বিমানবন্দরের সমস্ত উড়ান বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, মিসাইলটি বিমানবন্দরের টার্মিনাল ৩ পার্কিং এরিয়ার কাছে আছড়ে পড়ে। সেখানে বিরাট গর্ত তৈরি হয়। যদিও এই হামলায় টার্মিনাল ভবন বা রানওয়ের কোনও ক্ষতি হয়নি বলেই খবর।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। যুদ্ধের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কয়েক হাজার প্যালেস্তিনীয়র। পালটা ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে হাউথিদের তরফে জানানো হয়েছে, গাজায় ইজরায়েলের হামলার প্রতিবাদে এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তারা।