ইউক্রেনের ১৪৫টি ঠিকানায় ভয়ংকর হামলা, দোনেৎস্কের দুই গ্রাম দখল রাশিয়ার

ইউক্রেনের ১৪৫টি ঠিকানায় ভয়ংকর হামলা, দোনেৎস্কের দুই গ্রাম দখল রাশিয়ার

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই, বরং উত্তরোত্তর বাড়ছে হামলার ঝাঁজ। এবার ইউক্রেনের ১৪৫টি ঠিকানায় বেপরোয়া হামলা চালাল রাশিয়া। শুধু তাই নয়, শনিবার ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম দখল করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সবমিলিয়ে ৩ বছর ধরে চলা যুদ্ধে আরও খানিক ব্যাকফুটে ইউক্রেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের সেনাবাহিনী ইউক্রেনের ১৪৩টি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। যেখানে বেশিরভাগ বিদেশি সেনা ছিলেন। একইসঙ্গে গত সপ্তাহে ইউক্রেনের চারটি যুদ্ধবিমান ও প্রায় ১৬০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই হামলা এমন সময়ে ঘটল যখন আমেরিকা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলেনস্কি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত। অন্যদিকে আমেরিকার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি রাশিয়া শান্তির পথে না হাঁটে তাহলে নতুন করে নিষেধাজ্ঞা চাপানো হবে রাশিয়ার উপর।

এদিকে রুশ আধিকারিকদের তরফে জানা গিয়েছে, শনিবার রাত থেকে কার্স্কের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা শুরু করেছে ইউক্রেনের সেনা। এর জেরে সেখানকার একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর ইউনিটের কার্যক্ষমতা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে বলে খবর। আধিকারিকরা আরও জানিয়েছেন, এই হামলার পর বিদ্যুৎকেন্দ্রের একটি অংশে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের এই হামলার পরে আরও ভয়াবহ রূপ নিতে পারে যুদ্ধ।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে কোনও সমাধান মেলেনি। এই বৈঠকে পুতিন স্পষ্টভাবে জানিয়ে দেন যুদ্ধবিরতি করতে হলে দোনেৎস্ক অঞ্চল ছাড়তে হবে ইউক্রেনকে। যা দিতে অস্বীকার করে ইউক্রেন। এহেন পরিস্থিতিতে এবার জানা গেল এই অঞ্চলের আরও দুটি গ্রাম দখল করেছে রাশিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *