সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়া হারে শুল্ক আরোপ করবে আমেরিকা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই ভাষাতেই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে রাশিয়াকে অনেকদিন ধরে বলা হচ্ছে। আগামী ৫০ দিনের মধ্যে পুতিন যদি সংঘর্ষ বিরতিতে রাজি না হয়, তাহলে রাশিয়ার উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে আমেরিকা।” রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে ইতিমধ্যেই অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট মিসাইল’ দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে টালবাহানায় পুতিনকে তোপ দেগে তাঁর বার্তা, “রুশ প্রেসিডেন্ট পুতিন দিনের বেলায় ভালো ভালো কথা বলেন, আর রাত নামলেই বোমাবাজি শুরু হয়ে যায়।”
প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার পুতিনের সঙ্গে ফোনালাপ ও আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে এই ইস্যুতে। তবে প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি। বরং দিনে দিনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাঁটা এখন রাশিয়া। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এই ইস্যুতেই সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করেছেন তিনি। তবে পুতিনের মানসিকতায় তাঁকে হতাশ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়াকে এবার শুল্কবাণের হুমকি দিলেন ট্রাম্প।