ইংল্যান্ড সিরিজের আগে রেকর্ডের সামনে যশস্বী, পিছনে ফেলতে পারেন দ্রাবিড়-শেহওয়াগকে

ইংল্যান্ড সিরিজের আগে রেকর্ডের সামনে যশস্বী, পিছনে ফেলতে পারেন দ্রাবিড়-শেহওয়াগকে

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নেওয়ায় তাঁদের ছাড়াই প্রায় তরুণ একটা দল নিয়ে ইংল্যান্ড গিয়েছে টিম ইন্ডিয়া। বহুপ্রতীক্ষিত এই সিরিজে নজিরের দ্বারপ্রান্তে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। তিনি একসঙ্গে ভেঙে ফেলতে পারেন দুই কিংবদন্তির রেকর্ড।

বলা চলে রেকর্ড বইয়ে নাম লেখানোর পথে রয়েছেন যশস্বী। ২০২৩ সালে অভিষেকের পর ২৩ বছরের এই ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিং নজর কেড়ে নিয়েছে। এবার বীরেন্দ্র শেহওয়াগ এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের পিছনে ফেলতে পারেন যশস্বী।



টেস্টে দ্রুততম ২০০০ রান করা ভারতীয় খেলোয়াড় হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে এই বাঁ-হাতি তারকার সামনে। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ১৯টি ম্যাচে (৩৬ ইনিংস) ১৭৯৮ রান করেছেন তিনি। গড় ৫২.৮৮। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি এবং দশটি হাফসেঞ্চুরি। অর্থাৎ ২০০০ রান থেকে মাত্র ২০২ রান দূরে যশস্বী। রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহওয়াগ দু’জনেই ৪০ ইনিংসে দু’হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই কারণে যশস্বীর সামনে ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের দুর্দান্ত সুযোগ রয়েছে।

ইংল্যান্ডের মতো সুইং কন্ডিশনে যশস্বীকে রান পেতে গেলে যথেষ্ট কসরত করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে সেভাবে রান পাননি তিনি। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চার ইনিংসে মাত্র একটি অর্ধশতক করেন যশস্বী। যদিও বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর রান ছিল ১০ ইনিংসে ৩৯১। গড় ৪৩.৪৪। এর মধ্যে ছিল এক সেঞ্চুরি এবং দু’টি হাফসেঞ্চুরি। যশস্বীই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *