ইংল্যান্ড শাস্তি পেলেও রেহাই ভারতের, আইসিসির কোন নিয়মে পার পেলেন শুভমানরা?

ইংল্যান্ড শাস্তি পেলেও রেহাই ভারতের, আইসিসির কোন নিয়মে পার পেলেন শুভমানরা?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্থর ওভার রেটের কারণে বড়সড় শাস্তি পেয়েছে ইংল্যান্ড। কিন্তু এই শাস্তির জেরে ক্ষোভে ফুঁসছে ইংরেজ ক্রিকেটমহল। প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন সাফ প্রশ্ন তুলেছেন, ইংল্যান্ডের সমান অপরাধ করেও কেন পার পেয়ে গিয়েছে ভারত? যদিও আইসিসির নিয়ম অনুযায়ীই শাস্তি এড়াতে পেরেছে টিম ইন্ডিয়া।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম হলে এক পয়েন্ট কেটে নেওয়া হয়। একইভাবে এক ওভার কম হলে পাঁচ শতাংশ জরিমানা হয়। ইংল্যান্ড যেহেতু দুটি ওভার কম করেছে, তাই তাদের শাস্তি দ্বিগুণ হয়েছে। ২ পয়েন্ট কেটে নেওয়ার প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায়। দুটি টেস্ট জেতায় ইংল্যান্ডের পয়েন্ট ছিল ২৪। কিন্তু এখন সেটা দাঁড়াল ২২। আর পয়েন্ট শতাংশ কমে দাঁড়াল ৬১.১১। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের শাস্তি পাওয়ার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন ভন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক লেখেন, ‘সৎভাবে বলতে গেলে, লর্ডসে দুই দলের ওভার রেটই খুব খারাপ ছিল। কিন্তু একটা দল কেন শাস্তি পেল সেটা আমার বোধগম্য হচ্ছে না।’ যদিও শাস্তি নিয়ে পালটা সুর চড়াননি ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। শাস্তি মেনে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩-২০২৫ সাইকেলে মন্থর ওভার রেটের কারণে মোট ২২ পয়েন্ট কাটা গিয়েছিল ইংল্যান্ডের।

কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী, যে ইনিংসে ৮০ ওভারের বেশি খেলা হবে সেই ইনিংসেই মন্থর ওভার রেটের বিষয়টি বিবেচিত হবে। লর্ডসে কোনও দলই দ্বিতীয় ইনিংসে ৮০ ওভারের বেশি ব্যাট করতে পারেনি। ফলে কেবল প্রথম ইনিংসের ওভার রেট বিবেচিত হয়েছে। সেখানে দ্বিতীয় দিনে নির্ধারিত ওভারের থেকে দুই ওভার কম বল করেছে ইংল্যান্ড। অন্যদিকে, প্রথম দিন ভারতের ওভার রেট কম থাকলেও আইসিসির নিয়মেই শাস্তি থেকে রেহাই পেয়েছেন শুভমান গিলরা। কারণ চোট পাওয়ার পর মাঠে ঋষভ পন্থের চিকিৎসা করাতে হয়। তারপর পন্থের পরিবর্তে মাঠে নামেন ধ্রুব জুরেল। এই কারণে সময় নষ্ট হলেও তা মন্থর ওভার রেট বলে বিবেচিত হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *