সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুত দক্ষিণ ভারতে চালু হবে বুলেট ট্রেন! শুক্রবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ইঙ্গিত করেছেন, হায়দরাবাদ, বেঙ্গালুরু, অমরাবতী এবং চেন্নাইয়ের মধ্যে যোগাযোগের চাহিদা মেটাবে এই বুলেট ট্রেন।
দক্ষিণের চার রাজ্যের চার রাজধানী হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, অমরাবতীর মিলিত জনসংখ্যা প্রায় পাঁচ কোটি। ইন্ডিয়া ফুড ম্যানুফাকচারিং সামিটে বক্তব্য রাখতে গিয়ে নায়ডু বলেন, “দ্রুত দক্ষিণ ভারতে আসবে বুলেট ট্রেন। ইতিমধ্যেই একটি সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমরাবতী এই চার শহরের পাঁচ কোটি মানুষ পৃথিবীর বৃহত্তম বাজার।”
নায়ডু জানিয়েছেন, বুলেট ট্রেনের পাশাপাশি দক্ষিণের এই রাজ্য নিজের সড়ক পরিষেবায় দ্রুত উন্নতি করবে। রাজ্যের দূরবর্তী অংশের রাস্তাও আন্তর্জাতিক মানের করা হবে বলে জানিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুলেট ট্রেনে টোকিও থেকে সেন্ডাই পর্যন্ত সফর করেন তিনি। দুই প্রধানমন্ত্রী নিজেদের সোশাল মিডিয়ায় এই সফরের ছবি শেয়ার করেছেন। জাপানে বুলেট-ট্রেন কোচ উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানেই পূর্ব জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণরত ভারতীয় লোকো পাইলটদের সঙ্গেও দেখা করেন তিনি।
প্রসঙ্গত, এই বছরের শুরুতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশাল মিডিয়ায় জানান, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন রুটের ৩০০ কিলোমিটার ভায়াডাক্টের কাজ সম্পন্ন। এই ভায়াডাক্টের উপরই লাইন পাতার কাজ সম্পন্ন হবে। তারপরই ছুটবে বুলেট ট্রেন। সব ঠিক থাকলে ২০২৮ সালের মধ্যেই ভারতের মাটিতে ছোটার কথা বুলেট ট্রেন।