সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত বন্ধ করে দেওয়া হোক এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান। এই মর্মে এবার শীর্ষ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা। সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় বনসাল, যিনি সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে ভ্রমণ করেছিলেন তিনি এই মামলা করেন।
জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, বাণিজ্যিক বিমান সংস্থাগুলি ১৯৩৪ সালের বিমান আইন, ১৯৩৭ সালের বিমান বিধি এবং বেসামরিক বিমান চলাচলের প্রয়োজনীয়তা মেনে চলাচল করছে না। বিশেষ করে বোয়িংয়ের বিমানগুলির নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ। আবেদনকীরার মতে, অবিলম্বে ওই বিমানগুলি ঠিক কী অবস্থায় রয়েছে তার বিশদ রিপোর্ট জনসমক্ষে আনা প্রয়োজন। তাছাড়া পরীক্ষা করতে গিয়ে যদি কোনও অনিয়ম ধরা পড়ে তাহলে সংস্থাগুলিকে মোটা টাকা জরিমান করা হোক বলেও দাবি জানানো হয়েছে।
আবেদনকারী ওই আইনজীবী জানিয়েছেন, গত ২০ মে দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে টিকিট ছিল তাঁর। সেই বিমানের সফরের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, “বিমানের সিটগুলি খুব খারাপ অবস্থায় ছিল। ভালোভাবে হেলান দেওয়ার অবস্থা পর্যন্ত ছিল না। এমনকী বিমানের এসি খারাপ ছিল।” তাঁর অভিযোগ, এই ঘটনার পর অভিযোগ জানালে তাঁকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
এদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সুপ্রিম কোর্ট যাতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় সেজন্য প্রধান বিচারপতিকে চিঠি লিখেছন দুই চিকিৎসক। ওই চিঠিতে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া এবং এই ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।