সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করছে এক ঈগল। ঠোঁট থেকে পতপতিয়ে উড়ছে পবিত্র পতাকা। মন্দিরের চুড়োর চারপাশে ঘুরপাকের পর একবার সে উড়ে গেল পশ্চিম দরজার দিকে। তারপর সাঁ করে চলে গেল সমুদ্রের দিকে। গত এপ্রিল মাসে এমনই অবিশ্বাস্য এক ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। যার সত্য-মিথ্যা অবশ্য় যাচাই হয়নি। তবে সেই দৃশ্য় অনেকের মনেই ভয় ধরিয়ে ছিল। কোনও অশনি সংকেত নয় তো? এর প্রায় দু’মাসের মাথায় আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটল। অভিশপ্ত AI 171 বিমান এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ২৭৪ জনের। আশ্চর্যজনকভাবে ধ্বংসাবশেষে ফুটে উঠল জগন্নাথদেবের বিগ্রহ! যেন প্রভু তাকিয়ে রয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি সেদিন এই মৃত্যু সংবাদই বয়ে এনেছিল সেই ঈগল।
১২ জুন, ভারতের বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন! অন্তত ২৪২ জন যাত্রীকে নিয়ে ওড়ার পরমুহূর্তেই আহমেদাবাদের মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। একজন ছাড়া পাইলট, ক্রু-সহ সকল যাত্রী প্রাণ হারান সকলে। মৃত্য়ু হয়েছে বহু জুনিয়র ডাক্তারের। চিকিৎসাধীন অনেকে। এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সেখান থেকেই একটি ছবি ভাইরাল হয়েছে (যার সত্য়তা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। দেখা যাচ্ছে, বিমানের যে অংশ ভেঙে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে সেখানে ভেসে উঠেছেন জগন্নাথদেব! তাঁর দুই চোখ জ্বলজ্বল করছে। অনেকেই এমনই দাবি করছেন। ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে বিমানের ওই অংশটি এমনভাবে ভেঙে রয়েছে যাতে মনে হচ্ছে জগন্নাথদেবের বিগ্রহ।
यह अहमदाबाद प्लेन क्रैश की जगह है जगन्नाथ जी दिख रहे हैं कि नहीं?
जगन्नाथ और प्लेन क्रेश? कुछ समझ नहीं आया? यह विडिओ देख लीजिये : https://t.co/vxYavqgs7z https://t.co/wgR4iba7fG #planecrash #miracle #kalkileela pic.twitter.com/TWQ5nVSYxj
— Bhavishya Malika (@bhavishyamalika) June 12, 2025
On April 15, an eagle took away flag from Jagannathji temple in Puri.
At the moment a senior priest of the Jagannathji temple was murdered in Puri.pic.twitter.com/08uQIXKmLI
— DeepDownAnalysis (@deepdownanlyz) June 12, 2025
বৃহস্পতিবার বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণ হয়। তখন তাপমাত্রা ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। কিন্তু সেই জায়গা থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার হয় একটি শ্রীমদ্ভগবত গীতা। দুর্ঘটনাস্থল থেকে গীতা উদ্ধারের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে (যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ওই ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে। সেই সময় এক ব্যক্তি একটি গীতা উদ্ধার করেন। পাতা উলটে দেখান। তিনি দাবি করেন, এত বড় বিস্ফোরণের পরেও উদ্ধার হওয়া গীতার কোনও ক্ষতি হয়নি। এই দুই ঘটনাতেই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গিয়েছে।
One passenger within the fateful #AirIndia flight was travelling with Bhagavad Gita , which is totally secure and has been discovered within the particles of the aircraft from the crash web site.#AhmedabadPlaneCrash #Ahmedabad #AirIndiaPlaneCrash pic.twitter.com/g4kcdmIycl
— Amitabh Chaudhary (@MithilaWaala) June 13, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন