আসছে ‘পঞ্চায়েত ৪’, চতুর্থ সিজনে ফুলেরা গ্রাম কোন চমক দেবে?

আসছে ‘পঞ্চায়েত ৪’, চতুর্থ সিজনে ফুলেরা গ্রাম কোন চমক দেবে?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন-তিনটে সিজনের ব্যাপক সাফল্যের পর আরও একবার পর্দায় ফিরতে চলেছে ‘পঞ্চায়েত সিজন ৪’। গত পাঁচ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করে চলেছে এই সিরিজ। হাস্যরসের এক অনবদ্য মেলবন্ধন এই সিরিজকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় প্রাইম ভিডিও এক ভিডিও বার্তায় চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা সেরেছে।

রাজনীতি, ষড়যন্ত্র, সরকারি প্রকল্পের জন্য মারামারি…, যাবতীয় উপকরণ নিয়ে তৃতীয় মরশুমে বাজিমাত করেছিল। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। এবার চতুর্থ সিজনেও কি তার প্রতিফলন ঘটবে? আগামী ২ জুলাই আসতে চলেছে বহু প্রতীক্ষিত ‘পঞ্চায়েত সিজন ৪’। জিতেন্দ্র কুমার ছাড়া এবারের সিরিজে কাদের দেখা যাবে মুখ্য ভূমিকায়?  দীপক কুমার মিশ্রর পরিচালনায় সিজন ৪-এ আবার দেখা যাবে নীনা গুপ্তা, রঘুবীর যাদবকে। সঙ্গে থাকছেন সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমার প্রমুখকে। 

তার আগে প্রাইম ভিডিওর আনুষ্ঠানিক ঘোষণায় ভূপেন্দ্র যোগী, দর্শন মাগদুম সহ কয়েকজন ইনফ্লুয়েন্সরের সঙ্গে দেখা মিলল গিয়া মানেকের। ভিডিও দেখে নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই। ভিডিওতে দেখা যাচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া’র ‘গোপী বহু’ বই ধোলাই করতে ব্যস্ত। সেই সঙ্গে ব্যঙ্গের ছলে বলছেন, ‘পঞ্চায়েত সোশাল মিডিয়ার সমস্ত মিমের একাই কৃতিত্ব নিয়েছে।’ তাঁর কথার সূত্র ধরে জিতেন্দ্র কুমার বলেছেন, ‘সোশাল মিডিয়া এমন একটা মিম চায় যা সারা বিশ্বে ভাইরাল হবে।’ জিতেন্দ্রর কথার উত্তরে আবার প্রশ্ন করেন জিয়া। তাঁর প্রশ্ন, ‘পঞ্চায়েত যদি এই বছর আবার আসে তাহলে আমরা কি ট্যাঙ্কে বসে গ্রীণ টি পান করতে পারি?’ এমনই সব প্রশ্ন উত্তরের মাঝে প্রকাশ্যে এসেছে সিরিজ রিলিজের দিন। এই খবর জেনে নেটিজেনরা স্বভাবতই উত্তেজিত। প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়।

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *