আসছে দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’, লন্ডনে শুটিং, বসন্ত পঞ্চমীতে ঘোষণা অতনুর

আসছে দেব-মিঠুনের ‘প্রজাপতি ২’, লন্ডনে শুটিং, বসন্ত পঞ্চমীতে ঘোষণা অতনুর

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে এসভিএফ-এর অফিসে ‘রঘু ডাকাত’-এর মহরৎ সেরে দুপুরে সুরিন্দরের অফিসে রবিবাসরীয় আড্ডা। আর বিকেলেই মহাচমক দেবের। প্রযোজক অতনু ঘোষের সঙ্গে ‘প্রজাপতি ২’ (Prajapati 2) ছবির ঘোষণা। বেঙ্গল টকিজের প্রযোজনা সংস্থায় বাগদেবীর আরাধনার পরই সিক্যুয়েলের ঘোষণা করলেন প্রযোজক অতনু। হাজির ছিলেন পরিচালক অভিজিৎ সেন এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও।

তেইশে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। এবার সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করলেন অতনু রায়চৌধুরী। জানা গিয়েছে, চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’। অতঃপর পুজোয় ‘রঘু ডাকাত’-এর হুঙ্কারের পর যে বড়দিনের বক্স অফিসেও দেবের দৌড়াত্ম্য চলবে, এমনটা আন্দাজ করাই যায়। উপরন্তু মিঠুন ম্যাজিক। দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট। ‘প্রজাপতি’ সিনেমায়ে বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা।

২৪ -এ দেবের ঝুলির গল্প মানেই ব্লকবাস্টার ‘খাদান’। তার উপর নতুন বছরের শুরুতে রঘু ডাকাত-এর মুক্তির সময়ও জানিয়ে দিয়েছেন দেব। তবে এখনও আরও এক নতুন গল্প বলা বাকি। যে গল্পে উড়বে প্রজাপতি! হ্যাঁ, ঠিক এমনটিই ঘটতে চলেছে। গত আগস্ট মাসে দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয়। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। শোনা গিয়েছিল, নভেম্বর মাসের ১৯ তারিখ ছবির শুটিং শুরু হতে পারে। তবে লন্ডনে সেইসময় প্রবল ঠান্ডা হওয়ার কারণে ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। গত তিন বছর ধরে বড়দিনের বক্স অফিস মানেই দেব-অভিজিৎ-অতনু ত্রয়ীর ছবি। এবারেও সেই ধারা বজায় থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *