আর জি কর ইস্যুতে নবান্ন অভিযান: পুলিশি পদক্ষেপে সায় হাই কোর্টের

আর জি কর ইস্যুতে নবান্ন অভিযান: পুলিশি পদক্ষেপে সায় হাই কোর্টের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


গোবিন্দ রায়:  আর জি কর ইস্যুতে আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। যাকে কেন্দ্র মামলা দায়ের হয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় পুলিশি পদক্ষেপেই সায় দিল কলকাতা হাই কোর্ট

বৃহস্পতিবার সেই মামলার শুনানির পর বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস-দের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ধরনা কর্মসূচি সাংবিধানিক অধিকার।তাঁরা অভিযান করতে পারলেও যেহেতু পুলিশ আগেই নিষেধাজ্ঞা জারি করেছে, তাই অভিযান আটকাতে পদক্ষেপ করতে পারবে। পাশাপাশি, কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি আদালতের পরামর্শ, কোনও সরকারি সম্পত্তি বা পুলিশ আধিকারিকদের কোনও ক্ষতি সাধন না করে কর্মসূচি করাই শ্রেয়।

প্রসঙ্গত, আগমী ৯ অগাস্ট নবান্ন অভিযানে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। মামলা করেন হাওড়ার এক বাসিন্দা। আগেই এনিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন ব্যবসায়ীরা। সেই মামলা অবশ্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারাধীন। মামলাকারীদের বক্তব্য, নবান্ন অভিযান হলে, যাঁরা রাস্তা বের হন তাঁদের সবক্ষেত্রেই সমস্যায় পড়তে হয়। স্কুল ফেরত বাচ্চাদের অসুবিধা হয়, অফিসযাত্রীদেরও প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয়।

উল্লেখ্য, আগামী ৯ তারিখ আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডের একবছর। সেই ঘটনার প্রতিবাদে  ৮ তারিখ শুক্রবার রাত থেকে শহরজুড়ে রাত দখল কর্মসূচির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এদিকে মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হয়নি বলে  ফের সরব হয়েছেন নির্যাতিতার বাবা-মা।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *