আর জি করে ছেঁড়া হল পোস্টার-ফ্লেক্স, ‘থ্রেট কালচারে’র শিকার শাসকদলের ডাক্তার সংগঠন! নিশানায় অধ্যক্ষ

আর জি করে ছেঁড়া হল পোস্টার-ফ্লেক্স, ‘থ্রেট কালচারে’র শিকার শাসকদলের ডাক্তার সংগঠন! নিশানায় অধ্যক্ষ

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


স্টাফ রিপোর্টার: আর জি কর মেডিক‌্যাল কলেজে ‘থ্রেট কালচার’। শিকার স্বাস্থ‌্যক্ষেত্রে নবগঠিত শাসক দলের সংগঠন ‘প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন’। সদ্য তৈরি হওয়া এই সংগঠনের সদস‌্য সংখ‌্যা বাড়ছে হু হু করে। এই আবহে মেডিক‌্যাল কলেজ চত্ত্বরে অ‌্যাসোসিয়েশনের সমস্ত পোস্টার-ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই সংগঠনের সভাপতি মন্ত্রী ডা. শশী পাঁজা জানিয়েছেন, ডিসি নর্থকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে। মেইল করা হয়েছে স্বাস্থ‌্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকেও। এদিন আর জি করে পোস্টার লাগিয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন।

এদিন সরেজমিনে ঘটনা খতিয়ে দেখতে যান প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশনের সম্পাদক রামপুরহাট মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ ডা. করবী বরাল। কিছু ‘বহিরাগত’ আর জি কর মেডিক‌্যাল কলেজে এসে উস্কানি দিচ্ছে বলে জানা গিয়েছে। তাদের নামের তালিকা পেয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন।

উল্লেখ‌্য, গত বছর আর জি করে একদল পড়ুয়া থ্রেট কালচারের অভিযোগ তুলেছিলেন। সূত্রের খবর, প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশনের পোস্টার তছনছ, ফ্লেক ছেঁড়ার ঘটনায় তাঁদের নামই শোনা যাচ্ছে। তবে কি সর্ষের মধ্যেই ভূত? মন্ত্রী শশী পাঁজার প্রশ্ন, রবিবার কেউ বিচার চেয়ে আন্দোলন করছিলেন। তারপরেই প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশনের পোস্টার-ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হল। তাহলে কি আন্দোলনের মুখ ঘুরে গিয়েছে? এখন আন্দোলনের উদ্দেশ‌্য স্বাস্থ‌্যক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা, বিপক্ষে অন‌্য সংগঠন থাকলে তাদের ব‌্যানার ছেঁড়া?

ঘটনার পর মারাত্মক অভিযোগ উঠেছে আর জি কর মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ ডা. মানস বন্দ্যোপাধ‌্যায়ের বিরুদ্ধে। সূত্রের খবর, এদিন করবী বরালের সঙ্গে বৈঠকের পরেই আর জি কর মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ-সুপার বন্ধ ঘরে বৈঠক করেন জুনিয়র ডক্টর ফ্রন্টের সঙ্গে। প্রশ্ন উঠছে, ফের কেন আলাদা বৈঠক? অধ‌্যক্ষ-সুপার জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ অ‌্যাসোসিয়েশনের।

উল্লেখ‌্য, বহুদিন ধরেই আর জি কর চত্ত্বর জুড়ে দেওয়াল লিখে রেখেছে জয়েন্ট ডক্টর্স ফ্রন্ট বা জেডিএফ। প্রশ্ন উঠছে, তবে কি যুযুধান সংগঠন তৈরি হতেই তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে ফ্রন্ট? কারা ছিঁড়ল অ‌্যাসোসিয়েশনের পোস্টার? উত্তরের খোঁজে চত্ত্বরের সিসিটিভি ফুটেজ চেয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন।

শশী পাঁজা এদিন জানিয়েছেন, চিঠি দেওয়া হয়েছে আর জি কর মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ এবং টালা থানার ওসিকে। স্বাস্থ‌্যভবনে গ্রিভান্স রিড্রেসাল সেলের সৌরভ দত্তকে সম্পূর্ণ বিষয়টি পুঙ্খনাপুঙ্খ জানানো হয়েছে। ডা. শশী পাঁজার কথায়, ‘‘একদিকে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় স্বাস্থ‌্যক্ষেত্রে উন্নয়ন করবেন। আর কিছু লোক ক‌্যাম্পাসে ভিড় করে জঙ্গি আন্দোলন করবেন, রোগীর পরিবারকে হেনস্তা করবেন। এটা চলতে পারে না। প্রোগ্রেসিভ হেলথ অ‌্যাসোসিয়েশন এর বিরুদ্ধেই লড়ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *