সুব্রত বিশ্বাস: বাক্সপ্যাঁটরা নিয়ে পুজো বা গরমের ছুটিতে হয়ত বেড়াতে যাচ্ছেন। ট্রেন ধরার জন্য স্টেশনে পৌঁছে আরেক টেনশন। কোন প্ল্যাটফর্ম থেকে আপনার গন্তব্যের ট্রেনটি ছাড়বে? তার জন্য হাঁ করে ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে থাকা। কতক্ষণে সেখানে দেখা যাবে ট্রেন আর প্ল্যাটফর্মের নম্বর। এবার সেসব চিন্তার অবসান। শিয়ালদহ স্টেশন থেকে যদি আপনি ট্রেন ধরতে চান, তাহলে একেবারে নিশ্চিন্তে ধীরে সুস্থে পৌঁছন। কোন প্ল্যাটফর্ম থেকে কোন লোকাল ছাড়বে, তা স্থির করে দিল রেল। সহজে জানতে পারবেন, আপনার ট্রেনটি সম্ভাব্য কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।
শিয়ালদহ ডিভিশনের তরফে শুক্রবারই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে জানা যাচ্ছে –
- ১ থেকে ৫ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত, বারাকপুর লোকাল।
- ৫ থেকে ৮ নং প্ল্যাটফর্ম থেকে ডানকুনি, বারুইপাড়া লোকাল ছাড়বে।
- ৬ থেকে ১০ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম লোকাল।
- ৯, ১১ এবং ১৪ নং প্ল্যাটফর্ম বরাদ্দ সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনের জন্য।
১৫ থেকে ২১ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন।
রেলের তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ব্যস্ত শিয়ালদহ স্টেশনে ফি দিন যাতায়াত করেন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। কলকাতা শহরের সঙ্গে মফস্বল এলাকাগুলির যোগাযোগ স্থাপনের কেন্দ্র এই শিয়ালদহ স্টেশন। বলা হচ্ছে, প্রতিদিন এখানে অন্তত ৯১৫টি লোকাল ট্রেন চলাচল করে। অফিসের ব্যস্ত সময়ে ট্রেন ধরার হুড়োহুড়ি পড়লে যাত্রীরা সমস্যায় পড়েন এই ভেবে তাঁদের গন্তব্যের জন্য কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। তবে এবার সেসব চিন্তা শেষ। কোন দিকে যাবেন, সেই অনুযায়ী আপনার ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়তে পারে, তার আগাম আন্দাজ পেয়ে যাবেন। দ্রুত এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানা যাচ্ছে। রেলের এই ঘোষণায় নিঃসন্দেহে স্বস্তি বাড়ল নিত্যযাত্রীদের।