আর্থিক অনটন! গুজরাটে ‘আত্মঘাতী’ একই পরিবারের পাঁচ সদস্য

আর্থিক অনটন! গুজরাটে ‘আত্মঘাতী’ একই পরিবারের পাঁচ সদস্য

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির ভিতর থেকে উদ্ধার হল একই পরিবারের পাঁচ জনের দেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। কিন্তু কারণে গোটা পরিবার আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি। তবে তদন্তকারীদের অনুমান, আর্থিক অনটনের জেরেই তাঁরা নিজেদের শেষ করে দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, তিন সন্তানকে নিয়ে আহমেদাবাদের বাগোডোরা গ্রামে বাস করতেন স্বামী-স্ত্রী। তাঁদের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না। স্বামী পেশায় একজন রিক্সা চালক। জানা গিয়েছে, শনিবার থেকেই তাঁদের ঘর বন্ধ ছিল। কোনও সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তখনই সন্দেহ হয় প্রতিবেশীদের। একাধিকবার ডাকাডকি সত্ত্বেও তাঁরা কোনও উত্তর দিচ্ছিলেন না বলে অভিযোগ। অবশেষে রবিবার ভোরে খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন তদন্তকারী আধিকারিকরা। ভাঙা হয় দরজা। তারপরই ঘরের ভিতর থেকে পাঁচ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁরা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। দেহগুলিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে গোটা পরিবারটি শেষ হয়ে গেল, তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে আর্থিক অনটনের জেরে তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশের এক আধিকারিক বলেন, “একটি ভাড়া বাড়িতে থাকত ওই পরিবার। শনিবার সকাল থেকেই তাঁদের কোনও সাড়া শব্দ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। তাঁরা আমাদের ফোন করেন। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *