প্রসূন বিশ্বাস: ঐতিহ্যশালী গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হল মিনার্ভা অ্যাকাডেমি এফসি। ২০২৩ সালে প্রথম ভারতীয় দল হিসেবে গোথিয়া কাপ জিতে ইতিহাস তৈরি করেছিল তারা। এবার আর্জেন্টিনার সিইএফ ১৮ টুকুমানকে ৪-০ গোলে উড়িয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে মিনার্ভা অ্যাকাডেমি।
৪০ মিনিটের এই ফাইনালের শুরু থেকেই দাপট লক্ষ্য করা যায় মিনার্ভায় খেলায়। তবে, আর্জেন্টিনার দলও ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে, মিনার্ভার গোল লক্ষ্য করে দূরপাল্লার শট নেয় টুকুমানের ফুটবলার। গোল হয়নি। এর কিছুক্ষণ পর তারা ফের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। যদিও ১৫ মিনিটে রিথামের গোলে এগিয়ে যায় মিনার্ভা। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতীয় ক্লাব।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় মিনার্ভা। ২৯ থেকে ৩৫ মিনিট, এই পাঁচ মিনিটের একটা স্পেলে পরপর তিন গোল করে আর্জেন্টিনা ক্লাবের ডিফেন্সকে ছত্রভঙ্গ করে দেয় মিনার্ভা। ২৯ মিনিটে গোল ইয়োহেনবার। ৩২ এবং ৩৪ মিনিটে গোল করে যথাক্রমে রাজ এবং ডেনামনি।
রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন মাঠে উপস্থিত দর্শকরা। ম্যাচের সেরা হয়ে ইয়োহেনবা সিং বলেছে, “এত বড় টুর্নামেন্টে সেরা হতে পেরে অসাধারণ লাগছে। আমরা দল হিসেবে দুর্দান্ত খেলেছি। গেম প্ল্যান সঠিকভাবে কাজে লাগিয়েই এই সাফল্য।” সব মিলিয়ে বিশ্ব যুব কাপ অর্থাৎ গোথিয়া কাপের সাত ম্যাচে ৫১ গোল করে অনন্য নজির গড়েছে মিনার্ভা। তারা গোল হজম করেছে মাত্র একটা। গোথিয়া কাপে নামার আগে হেলসিঙ্কি কাপে তারা ১ গোলে পরাস্ত হয়েছিল ফিনল্যান্ডের প্রতিপক্ষের কাছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এভাবেই সুইডেন থেকে দেশকে গৌরব এনে দিল মিনার্ভার ছোটরা।
https://www.fb.com/MinervaSharks/posts/pfbid032zvUt6KPapaGpDqw5xXtQpto8ySEUv6EPpbSMWFZZEHKFFkqGM6qQLWi2W9mLfbQl