আরেক ‘সুশান্ত ঘোষ’! পার্টি কংগ্রেসের মাঝেই মহিলা-বিতর্কে সিপিএমের তরুণ নেতা

আরেক ‘সুশান্ত ঘোষ’! পার্টি কংগ্রেসের মাঝেই মহিলা-বিতর্কে সিপিএমের তরুণ নেতা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদুরাই পার্টি কংগ্রেসে যখন সিপিএম নেতারা জাতীয়, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গুরুগম্ভীয় তাত্ত্বিক আলোচনায় ব্যস্ত, সেসময়ই পশ্চিমবঙ্গে ফের বিতর্কের মুখে লাল পার্টি। রাজ্য কমিটিতে সম্প্রতি জায়গা পাওয়া তরুণ নেতা ইন্দ্রজিৎ ঘোষের কিছু ছবি ও কথোপকথন ভাইরাল সোশাল মিডিয়ায়, যা নিয়ে দলে আরও একজন ‘সুশান্ত ঘোষ’-এর খোঁজ পাওয়া গেল বলে কটাক্ষ শুরু হয়েছে। বিষয়টি আলিমুদ্দিনকেও অস্বস্তিতে ফেলতে চলেছে। মহিলাঘটিত অভিযোগে বিদ্ধ এই নেতা আবার বর্তমানে পার্টি কংগ্রেসে উপস্থিত। তাঁকে নিয়ে বিস্ফোরক অভিযোগ সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন রাজ্য বিজেপি নেতা তথা গেরুয়া শিবিরের মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি।

ইন্দ্রজিৎ এবার সিপিএমের রাজ্য কমিটিতে ঢুকেছেন সিটুর কোটা থেকে। কলকাতা জেলা সিপিএমের সদস্য তিনি। চাকরিপ্রার্থী আন্দোলন থেকে শুরু করে পরিবহণ সংক্রান্ত শ্রমিক সংগঠনের বিভিন্ন আন্দোলনেই তাঁকে দেখা যায়। সেই ইন্দ্রজিৎই এবার নারী বিতর্কে জড়িয়েছেন। তাঁর সম্পর্কে বিজেপি নেতা তরুণজ্যোতি পোস্টে লিখেছেন, ‘ইন্দ্রকে জয় করেছিলেন নাকি ইন্দ্রিয়র কাছে হেরে গেলেন? ফাঁকা ফ্ল্যাট বা হোয়াটসআপ চ্যাট সব জায়গায় লেনিন বোঝাতে যায় কেন এরা? দলের সবাই সুশান্ত ঘোষ নাকি? আপনাকে একটু ব্যতিক্রমী মনে হতো। কিন্তু বিশ্বাস করুন, খারাপ লাগল।’

সম্প্রতি এক মহিলাকে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে জেলা সম্পাদক পদ খোয়াতে হয়েছে। রাজ্য কমিটি থেকেও এবার তিনি বাদ পড়েছেন। আবার মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠতেই সাসপেন্ড হয়েছেন আরেক সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এবার সেই একই বিতর্কে বিদ্ধ আরেক নেতাও। সোশাল মিডিয়ায় পোস্ট থেকেই তা স্পষ্ট। সূত্রের খবর, এক তরুণী ইন্দ্রজিতের বিরুদ্ধে পার্টির কাছে নালিশ করেছেন। এমনকী বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও কলকাতা জেলা সিপিএমের সম্পাদক কল্লোল মজুমদারের কাছেও অভিযোগপত্র জমা পড়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিযোগ এলে দল ব্যবস্থা নেবে। ইন্দ্রজিৎকে ফোনে চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *