আরসিবি ম্যাচের ব্যর্থতা ভুলে বরুণ-হর্ষিতদের কামব্যাক, রাজস্থানকে দেড়শোর ঘরে বাঁধল নাইটরা

আরসিবি ম্যাচের ব্যর্থতা ভুলে বরুণ-হর্ষিতদের কামব্যাক, রাজস্থানকে দেড়শোর ঘরে বাঁধল নাইটরা

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের প্রথম ম্যাচে বরুণ চক্রবর্তীদের নিয়ে ছিনিমিনি খেলেছিলেন বিরাট কোহলি-ফিল সল্ট। কিন্তু পরের ম্যাচেই (RR vs KKR) দারুণভাবে ঘুরে দাঁড়াল কেকেআরের (KKR) বোলিং ব্রিগেড। রাজস্থান রয়্যালসকে (RR) মাত্র ১৫১ রানে আটকে দিল কেকেআর। অসুস্থ থাকায় এদিনের ম্যাচে খেলতে পারেননি সুনীল নারিন। কিন্তু ক্যারিবিয় তারকাকে বাদ দিয়েই দুরন্ত পারফরম্যান্স নাইট বোলিং ব্রিগেডের।  

ইডেনে হারের পর বুধবার গুয়াহাটিতে খেলতে নামে নাইট বাহিনী। রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ঘরের মাঠ। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু নাইট অধিনায়ক টসের সময়েই জানান, নারিন অসুস্থ। তাই ক্যারিবিয়ান তারকার পক্ষে বুধবারের ম্যাচ খেলা সম্ভব নয়। পরিবর্ত হিসাবে মইন আলিকে নামানো হবে এদিনের ম্যাচে। নারিনকে বাদ দিয়ে আদৌ ভালো বোলিং হবে কিনা, সেই নিয়ে চিন্তা ছিল নাইটভক্তদের মনে। 

কিন্তু ইনিংসের শুরু থেকেই আঁটসাট বোলিং করলেন বরুণরা। রাজস্থান ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হানেন বৈভব আরোরা। চতুর্থ ওভারে তিনি ফেরান সঞ্জু স্যামসনকে। তারপরে নিয়মিত উইকেট হারাতে থাকে রাজস্থান। যশস্বী জয়সওয়াল (২৯), রিয়ান পরাগ (২৫) কেউই বড় রান পাননি। চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডারও। নীতীশ রানা থেকে ওয়ানিন্দু হাসরাঙ্গা- সবাই ব্যর্থ। রানের গতি বাড়াতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয় শুভম দুবেকে। তিনিও মাত্র ৯ রানে আউট হয়ে যান।

২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫১ রান তোলে রাজস্থান। দুটি করে উইকেট নিয়েছেন কেকেআরের চার বোলার। মইন আলি চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। দুটি উইকেট নিয়ে মাত্র ১৭ রান দেন বরুণ। জোড়া উইকেট পেয়েছেন হর্ষিত-বৈভবও। একটি উইকেট গিয়েছে স্পেনসার জনসনের ঝুলিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *