সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলল বিরাট কোহলির আরসিবি। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল প্লে অফের চার ম্যাচের সূচি।
মঙ্গলবার আরসিবির জয়ে তাঁরা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পাঞ্জাব কিংস রয়েছে প্রথম স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।
প্লে অফের প্রথম ম্যাচ কোয়ালিফায়ার ওয়ানে আগামী ২৯ মে নিউ চণ্ডীগড়ে। ওই ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে আরসিবি। যারা জিতবে তারা সোজা ফাইনালে খেলার সুযোগ পাবে। একদিন পর অর্থাৎ ৩০মে এলিমিনেটর। নিউ চণ্ডীগড়ের ওই মাঠেই গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যারা হারবে তাদের টুর্নামেন্ট সেখানেই শেষ।
এলিমিনেটরে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। তাদের প্রতিপক্ষে কোয়ালিফায়ার ওয়ানে পরাজিত দল। অর্থাৎ প্রথম দুইয়ে থাকা দল কোয়ালিফায়ার ওয়ানে হারলেও ফাইনালে ওঠার আর একটি সুযোগ পাবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে ১ জুন আহমেদাবাদে। ওই মাঠেই ৩ জুন মেগা ফাইনাল।
আইপিএল প্লে অফের সূচি:
কোয়ালিফায়ার ১: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৯মে
এলিমিনেটর: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ৩০মে
কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল ১ জুন
ফাইনাল: কোয়ালিফায়ার ১ জয়ী দল বনাম
কোয়ালিফায়ার ২ জয়ী দল ৩ জুন