‘আরসিবি’কে নিজের যৌবন, অভিজ্ঞতা সব দিয়েছি, শেষ পর্যন্ত এখানেই থাকব’, আবেগঘন কোহলি

‘আরসিবি’কে নিজের যৌবন, অভিজ্ঞতা সব দিয়েছি, শেষ পর্যন্ত এখানেই থাকব’, আবেগঘন কোহলি

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বপ্নপূরণ বিরাট কোহলির। সতেরো বছরের অপেক্ষা শেষে আঠারোতম আইপিএলে এসে চ্যাম্পিয়ন হল আরসিবি। এই দলে তিনি শুরু থেকে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বড় কথা অপেক্ষা করেছেন। অবশেষে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল জিতল আরসিবি। ম্যাচের পর কান্নায় ভেঙে পড়লেন কোহলি।

পরে বললেন, “এই জয়টা দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটাই আরসিবি’র জন্য। ১৮ বছর বড় দীর্ঘ সময়। আমি এই দলকে আমার যৌবন, সেরা সময়, অভিজ্ঞতা সব দিয়েছি। প্রতি বছর অপেক্ষা করেছি। সব জিততে চেয়েছি। আজকের এই জয় অবিশ্বাস্য অনুভূতি। কখনও ভাবিনি, এই দিনটা সত্যি হবে। শেষ বলটা হওয়ার পর আবেগে ভেসে গিয়েছিলাম। শেষদিন এখানেই থাকব।”

তিনি আরও বলেন, “আমি সবসময় আরসিবি’র কাছে বিশ্বস্ত থাকতে চেয়েছি। তাতে যাই আসুক না কেন। হয়তো অন্য ভাবনা এসেছে, কিন্তু এই দলটাতেই থেকেছি। আমি দলের পাশে থেকেছি। দল আমার পাশে থেকেছে। আমার হৃদয় বেঙ্গালুরুর সঙ্গে। তাই এই জয়টা স্পেশাল। শেষদিন পর্যন্ত এই দলের সঙ্গে থাকতে চাই। সারা বিশ্বে এই টুর্নামেন্টের কদর। আর আমি সবসময়ই সেরা টুর্নামেন্টগুলো জিততে চেয়েছি। আর আজ রাতে আমি শিশুর মতো ঘুমোব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *