সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাসবাদের মুখ সৈয়দ সালাউদ্দিনের বিরুদ্ধে এবার সক্রিয় ভারতীয় বিচারবিভাগ। হিজবুল গোষ্ঠীর প্রধান ওই জঙ্গিনেতাকে ফেরার ঘোষণা করল শ্রীনগরের আদালত। শ্রীনগরের ওই বিশেষ আদালত জানিয়ে দিল, গ্রেপ্তারি পরোয়ানা মেনে আত্মসমর্পণ না করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে।
কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত দেওয়ার অভিযোগ নতুন নয়। কিন্তু সালাউদ্দিন কাশ্মীরে বসেই স্থানীয় যুবকদের বিপথে চালনা করে সন্ত্রাসবাদী সাম্রাজ্য তৈরি করে ফেলেছিল। হিজবুল মুজাহিদিনকে কাজে লাগিয়ে লশকর, জইশের মতো সংগঠনের সমান্তরালভাবে কাশ্মীরে সন্ত্রাস চালিয়েছে সালাউদ্দিন। কাশ্মীরে জঙ্গিদের অর্থ জোগানের অভিযোগের তদন্তে এখন এনআইএর নিশানায় সেই জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিন।
বুদগামের শইবাগ এলাকার বাসিন্দা সালাউদ্দিন ১৯৯৩ সাল থেকে পাক-অধিকৃত কাশ্মীরে বসে উপত্যকায় নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে (ইউএপিএ) ‘ঘোষিত অপরাধী’ বলেছে আদালত। আমেরিকাও সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সালাউদ্দিনকে এবার ফেরার ঘোষণা করল শ্রীনগরের বিশেষ আদালত। এনআইএর আবেদন মেনে শুক্রবার সালাউদ্দিনকে ‘ফেরার’ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, সালাউদ্দিন আত্মসমর্পণ না করলে তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
এনআইএ-র তরফে জানানো হয়েছে, জঙ্গি গোষ্ঠী হিজবুল প্রতিষ্ঠাতা তথা প্রধান মহম্মদ ইউসুফ শা আলিয়াস সইদ সালাউদ্দিনের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ভবিষ্যতে। যদিও হিজবুল প্রধান বর্তমান ভারতীয় গোয়েন্দাদের ধরা ছোঁয়ার বাইরে। পাকিস্তানের আশ্রয়ে রয়েছে। সালাউদ্দিনের দুই ছেলেও এখন পাকিস্তানের নিরাপদ হেফাজতে।