‘আমি খুবই উদ্বিগ্ন’, কেরিয়ারের নয়া ইনিংস শুরুর আগে টেনশনে হৃতিক!

‘আমি খুবই উদ্বিগ্ন’, কেরিয়ারের নয়া ইনিংস শুরুর আগে টেনশনে হৃতিক!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই হৃতিকের পরিচালনায় হাতেখড়ির খবরে সিলমোহর দিয়েছেন বাবা রাকেশ রোশন। নিজের সোশাল মিডিয়া পেজে সেই খবর সাড়ম্বরে ঘোষণাও করেছেন। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছেন, ‘ডুগ্গু আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসাবে লঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আবার আজ আমিই তোমাকে একজন পরিচালক হিসাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের ছবি ‘কৃশ ৪’-এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই- তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’ এবার নিজের পরিচালনায় হাতেখড়ির ব্যাপারে মুখ খুললেন স্বয়ং হৃতিক রোশন।

সম্প্রতি জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে যোগ দেন ‘গ্রিক গড’। সেখানেই অনুরাগীদের প্রশ্নের উত্তরে হৃতিক নিজের ‘টেনশন’-এর কথা প্রকাশ করেন। বলেন, “প্রথমবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছি। বিষয়টা নিয়ে আমি যে কতটা উদ্বিগ্ন তা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা আমাকে সাহস যোগাবেন। আপনাদের সহযোগিতাই আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।” তাঁর এই কথা শুনে অভিনেতাকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। এক অনুরাগীর শেয়ার করা ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলে ধন্য ধন্য শুরু করেছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ছবি পরিচালনা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন বর্ষীয়ান বলিউড পরিচালক রাকেশ রোশন। নিজের বয়স এবং শারীরিক অসুস্থতার কারণেই তাঁর এমন সিদ্ধান্ত বলে মনে করছে দর্শকমহল। এমনকী হৃতিক রোশনের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘কৃশ ৪’ পরিচালনা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা-পরিচালক। এবার দর্শকদের সামনে ‘কৃশ ৪’ পরিচালনার বিষয়টিতেও সিলমোহর দিলেন হৃতিক।

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *