‘আমি কন্যাদান করব’, আমিশার বিয়ের সব দায়িত্ব নিলেন সঞ্জয়?

‘আমি কন্যাদান করব’, আমিশার বিয়ের সব দায়িত্ব নিলেন সঞ্জয়?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গদর ২’-এর পর থেকে আর সে ভাবে বড় পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী আমিশা প্যাটেলকে। কেরিয়ারের শুরুতেই ছক্কা হাঁকিয়েছিলেন নায়িকা। কিন্তু শুরুটা যে ভাবে হয়েছিল তার পর সে ভাবে নায়িকার প্রতিপত্তি দেখা যায়নি মায়ানগরী। মাঝে তো একেবারেই অভিনয়ে দেখা যায়নি আমিশাকে। যদিও বলিপাড়ার একের পর এক তারকাদের সঙ্গে অভিনয় করেছেন আমিশা।

‘গদর’,’হামরাজ’,’ভুল ভুলাইয়া’র মতো এমন অনেক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ইন্ডাস্ট্রিতে সঞ্জয় দত্তর সঙ্গে আমিশার খুবই ভাল সম্পর্ক। এমনকি নায়িকাকে নিয়ে খুবই রক্ষণশীল সঞ্জুবাবা। তাই তো অভিনেতার বাড়িতে কোনও দিন পশ্চিমী পোশাক পরে তাঁর যাওয়ার অনুমতিই ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কাহিনিই শোনালেন নায়িকা।

সঞ্জয়ের সঙ্গে বহু বছরের বন্ধুত্ব আমিশার। সেই গল্প বলতে গিয়ে নানা কাহিনি ভাগ করে নিয়েছেন আমিশা। যেমন এত বছর পরেও নায়িকা এখনও সিঙ্গল। নায়িকার বিয়ের দায়িত্বও নাকি কাঁধে তুলে নিয়েছেন সঞ্জয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, “সঞ্জু-র সঙ্গে আমার এমনই সম্পর্ক যে আমার জন্মদিন ওঁর বাড়িতে উদযাপন হয়। ও আমাকে নিয়ে খুবই রক্ষণশীল। আমার সুরক্ষা নিয়ে সব সময় ভাবে। ওঁর বাড়িতে আমার শর্টস এবং ওয়েস্টার্ন পোশাক পরে যাওয়ার অনুমতি নেই। আমাকে শাড়ি বা সালোয়ার কামিজ পরে ওঁর বাড়ি যেতে হয়। সঞ্জু বলেন যে, আমি এই ইন্ডাস্ট্রির জন্য নয়, কারণ আমি খুবই সরল। তিনি বলেন, আমি তোমার বিয়ে দেব, আমি ছেলে খুঁজে দেব, আমি কন্যা দান করব।” গদরের সিক্যুয়েলে আমিশার অভিনয় হয়েছিল বিপুল প্রশংসা। নায়িকাকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *