আমিরের নৈশভোজে ট্রাম্প-আম্বানির ‘দোস্তি’, দাম বাড়ল রিলায়েন্সের শেয়ারের

আমিরের নৈশভোজে ট্রাম্প-আম্বানির ‘দোস্তি’, দাম বাড়ল রিলায়েন্সের শেয়ারের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর বাণিজ‌্য-শুল্ক নীতি কড়া করলেও উপমহাদেশের ধনীশ্রেষ্ঠ মুকেশ আম্বানির সঙ্গে ‘দোস্তি’ এখনও মজবুতই আছে ডোনাল্ড ট্রাম্পের। বুধবার কাতারে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করলেন রিলায়েন্স কর্তা। দোহার প্রাসাদে ট্রাম্পের সঙ্গে নৈশভোজেও যোগ দেন মুকেশ আম্বানি। ট্রাম্প-মোদির এই সাক্ষাতের এই ছবি প্রকাশ্যে আসতেই রিলায়েন্সের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়।

এর আগে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথের দিনও সস্ত্রীক মুকেশ হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন। এরপর এদিন দোহায় লুসেইল প্রাসাদে সে দেশের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির দেওয়া সরকারি নৈশভোজে যোগ দেন দু’জনে। আমন্ত্রিত ছিলেন স্পেসএক্স কর্তা এলন মাস্কও। তবে এদিন ট্রাম্প-মুকেশের মধ্যে মাত্র কয়েক মিনিটের কথা হয়। মূলত সৌজ‌ন‌্যমূলক বার্তাই আদানপ্রদান করেন দু’জনে।

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে মুকেশ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব‌্যবসায়িক আলোচনায় বসতে পারেন বলে তাঁদের সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছিলেন কূটনীতিকরা। তেল, তথ্যপ্রযুক্তির মতো আম্বানিদের বহু ব্যবসায়িক সিদ্ধান্তে আমেরিকার নানা আর্থিক নীতির প্রভাব রয়েছে।

এদিন কাতারে আমিরের প্রাসাদের নৈশভোজের সময় মুকেশকে মার্কিন বাণিজ‌্য বিষয়ক সচিব হওয়ার্ড লুৎনিকের সঙ্গেও সৌজন‌্যমূলক কথা বলতে দেখা যায়। ২০২৪ সালে মার্কিন সরকার রিলায়েন্সের বেশ কিছু ব‌্যবসায় শুল্ক হ্রাস করেছিল। একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানিরও অনুমতি দেয়। যদিও বর্তমানে মার্কিন শুল্ক বৃদ্ধির পরে আমদানি বন্ধ রেখেছে রিলায়েন্স। এই আবহে ট্রাম্পের সঙ্গে ভারতীয় ধনকুবেরের এই সাক্ষাৎ নতুন করে জল্পনা বাড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *