‘আমার সিগন্যালে দাঁড়িয়ে যায়’…, ‘রক্তবীজ ২’র আইটেম সংয়ে মোহময়ী নুসরত

‘আমার সিগন্যালে দাঁড়িয়ে যায়’…, ‘রক্তবীজ ২’র আইটেম সংয়ে মোহময়ী নুসরত

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইন্ডোজ মানেই পারিবারিক ছবি। পরিবারের প্রেক্ষাপটের গুল্প বলা দুই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। কিন্তু সেই চেনা ছকের বাইরে বেরিয়ে একটু একটু করে নিজেদের ছবিতে বিভিন্ন চমক আনছেন টলিউডের হিট দুই পরিচালক। ২০২৩ সালে প্রথম পুজো রিলিজ এই প্রযোজনা সংস্থার। শুধু তাই নয় প্রথম থ্রিলার ঘরানার ছবিও। ওই বছর মুক্তি পায় ‘রক্তবীজ’। এই পুজোয় বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘রক্তবীজ ২’। আর সেই ছবিতে রয়েছে দ্বিগুণ চমক। যার কিছু ঝলক দেখে ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল বেড়েছে।

এবার সামনে এল আরও এক চমক। এই ছবিতে বিশেষ এক ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে এ কথা ইতিমধ্যে সবাই জানেন। এবার সামনে এল এই ছবিতে নুসরতের বহু প্রতীক্ষিত আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’। যা ইতিমধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকের। উল্লেখ্য, এই গান ও তার দৃশ্যায়ন যে কোনও বলিউডের ছবির আইটেম সংকে পিছনে ফেলবে। গানের শেষটুকু দেখে বোঝাই যাচ্ছে যে শত্রুকে ধরতে তদন্তকারী অফিসার পঙ্কজ সিংহ ও অফিসার সংযুক্তা মিত্র তৎপর।

দিন কয়েক আগে ‘ও বাবুর মা’ গান প্রকাশ্যে এনে ‘ভাষা বিদ্বেষে’র মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন। এবার পরবর্তী গান রিলিজের আগেও মাঠে নেমে পড়েছেন পরিচালক-প্রযোজকদ্বয়। আর সেই গানেরই লাইন- ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ কিন্তু কোন প্রেক্ষিতে এই গান? আসলে উইন্ডোজ বরাবর চিত্রনাট্য মাফিক গল্পের সঙ্গে গানের সাযুজ্য বজায় রেখেছে। তাঁদের ছবিতে গুরুত্ব অনুযায়ী গল্পের সঙ্গে পরিবেশিত হয়ে এসেছে গান। যেখানে গান আলাদা করে একটা চরিত্র হয়ে ওঠার চেষ্টা করে। ‘রক্তবীজ ২’-এর ক্ষেত্রেও তার অন্যথা হবে না। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠবে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। যেখানে ‘চিকিৎসক মুখোশে’র আড়ালে ‘রক্তবীজ’-এর মতো সন্ত্রাস লালন করতে দেখা যাবে মুনির আলমকে। যাদের কাছে ‘মকসদ’ই মূল। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এবং রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার খাতিরে সীমান্ত পারাপার করবে পুলিশ অফিসার সংযুক্তা এবং কেন্দ্রীয় তদন্তকারী অফিসার পঙ্কজ সিনহা। বর্তমানে যখন ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজ্য রাজনীতিতে তুমুল হইচই, তখন সেই আবহেই ‘রক্তবীজ ২’-এর সতর্কবাণী ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না…।’ এই গানের ক্যাচলাইনের নেপথ্যে শিলাজিৎ হলেও গানের কথায় হাত মিলিয়েছেন জিনিয়া সেন। গেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’ খ্যাত শ্রেষ্ঠা দাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *