সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝে তরুণীদের ঠোঁটঠাসা চুম্বন করে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ (Udit Narayan)। বর্ষীয়াণ শিল্পীর এহেন আচরণ নিয়ে উত্তাল হয়েছিল দেশ। নিন্দার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। এমনকী এখনও পর্যন্ত সেই রেশ থামেনি! অনেকে গায়ককে তাঁর বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। এমন আবহেই এবার উদিত নারায়ণকে ট্রোল করলেন ফারহা খান (Farah Khan)। বললেন, ‘আমার সঙ্গেও উদিতজির মতো করো একটু…’। তবে প্রশ্ন, কার কাছে চুমু চাইতে গিয়ে উদিত নারায়ণকে ট্রোল করে বসলেন বলিউড পরিচালক তথা ডান্স কোরিওগ্রাফার? কৌতূহল অস্বাভাবিক নয়।
এমন কাণ্ড আসলে ফারহা ঘটিয়েছেন সানিয়া মির্জার ছেলের সঙ্গে। খুদেকে নিয়ে সম্প্রতি ফারহার বাড়িতে গিয়েছিলেন টেনিস সুন্দরী। ফারহা খানের সঙ্গে সানিয়া মির্জার দারুণ বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই। মাঝেমধ্যেই তাঁরা আড্ডা দেন। তেমনই এক দুপুরে সম্প্রতি ছেলেকে নিয়ে বলিউড পরিচালকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সানিয়া মির্জা। মজার কাণ্ড ঘটে সেখানে। ফারহার ব্লগেই সেটা ফাঁস হল। সানিয়ার সঙ্গে পরিচালককে হেঁশেলে রান্না করতেও দেখা যায়। মধ্যাহ্নভোজের পর সানিয়াপুত্র ইজান ফারহার বাড়িতেই খেলছিল। তবে খুদের বল কেড়ে নিয়ে ফারহা চুমুর আবদার করে বসেন। আর সেটা করতে গিয়েই পরিচালককে বলতে শোনা যায়, “আমার সঙ্গে উদিতজির মতো করো…, আমাকে একটা চুমু খাও।” ফারহা খানের ব্লগের সেই অংশ বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। তাঁর রসিক কথায় হাসির রোল নেটপাড়ায়।
চুম্বনকাণ্ডের জেরেই নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী। ঠিক কী ঘটেছে? ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় বিদ্যুৎগতিতে ভাইরাল। বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি! শোনা যায়, অতীতে নাকি মঞ্চে পারফরম্যান্সের মাঝেই অতর্কীতে কখনও অলকা ইয়াগনিক আবার কখনও বা শ্রেয়া ঘোষালকে অতর্কীতে চুম্বন করেছিলেন উদিত নারায়ণ। সেসব ‘কেচ্ছা-দৃশ্য’ও বর্তমানে নেটপাড়ার আতসকাচের তলায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন