‘আমার জীবনের চালিকাশক্তি তুমি’, জন্মদিনে রুক্মিণীকে আদরে ভরালেন দেব

‘আমার জীবনের চালিকাশক্তি তুমি’, জন্মদিনে রুক্মিণীকে আদরে ভরালেন দেব

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই জন্মদিনের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মা ও ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে নিজের জন্মদিনের সেলিব্রেশনে দেদার মজায় কেটেছে রুক্মিণীর। অভিনেত্রীর এই বার্থডে পার্টিতে দেবকেও দেখা যাচ্ছিল খোশমেজাজে। এদিন রুক্মিণী সেজেছিলেন ব্ল্যাক শর্ট ড্রেসে। ৩৪ বছরে পা রাখলেন পর্দার বিনোদিনী।

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

 

ভালোবাসার মানুষ রুক্মিণীর জন্মদিনের আদুরে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন দেব। সেই ছবির একটিতে দেখা যাচ্ছে হাসিমুখে নিজের বার্থডে কেক সামনে রেখে ছবি তুলেছেন। আর একটি ছবিতে দেখা যাচ্ছে দেবের সঙ্গে ভালবাসায় মোড়া তাঁর ছবি। ক্যাপশনে দেব লিখেছেন, ‘তুমিই আমার জীবনের বড় চালিকাশক্তি। শুভ জন্মদিন’।

 
 
 
 
 
View this publish on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

তাঁদের দু’জনকে একসঙ্গে ২০১৭ সাল থেকে দেখছেন অনুরাগীরা। মাঝে মাঝে তাঁদের সম্পর্ক নিয়ে নান গুঞ্জন তৈরি হয়েছে। তবে সেসবে জল ঢেলে দিয়ে নিজেদের সম্পর্ককে অটুট রেখেছেন দেব ও রুক্মিণী। দেবের সঙ্গে কোনও ছবি হোক বা তাঁর প্রযোজনায় কাজ কিংবা মডেলিং সবেতেই রুক্মিণী নিজের একশো শতাংশ দিয়ে অভিনয় করেছেন। নিজের পরিশ্রমে মুম্বইয়ে কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। সবসময়ই পাশে থেকেছেন দেব। এমনকি আবেগি রুক্মিণী যখন চোখের জলে ভেসেছেন তখনও পাশে থেকেছেন দেব। আর এভাবেই যেন নিজেদের সম্পর্কের এক অন্য সংজ্ঞা বুনেছেন তাঁরা। জন্মদিনে আরও একবার সেই ভালোবাসারই প্রকাশ ঘটল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *