সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমবোঝাই ট্রাক উলটে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। রবিবার রাতে এই ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলা। পাশাপাশি আহত হয়েছেন আরও ১০ জন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে কাডাপা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডী চেরুভু কাট্টায়। মর্মান্তিক এই ঘটনায় কপাল জোরে রক্ষা পেয়েছেন চালক। তাঁর বয়ান অনুযায়ী, তিরুপতি জেলার এসুকাপল্লি ও আশপাশের গ্রামে আম তুলতে গিয়েছিলেন ২১ জন শ্রমিক। ট্রাকে আম বোঝাই করে রেলওয়ে কোডুরু বাজারে যাচ্ছিলেন তাঁরা। শ্রমিকরা ট্রাকের উপরেই বসে ছিলেন।
পথে সামনে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। গাড়ি উলটে আমের স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। আহত হন আরও ১১ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের পরিবহণমন্ত্রী মান্দিপল্লি রামপ্রসাদ রেড্ডি। নিহতদের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও। আহতদের উন্নত চিকিৎসা ও মৃতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।